ক্রীড়া ডেস্ক
বেরসিক বৃষ্টি যেন নিউজিল্যান্ড-ভারত সিরিজের নিত্যসঙ্গী। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও চলছে বৃষ্টির খেলা। হ্যামিলটনের সেডন পার্কে আজ দ্বিতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি হলো পরিত্যক্ত।
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৪.৫ ওভারে বিনা উইকেটে ভারত করে ২২ রান। এরপরই চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কয়েক ঘণ্টা। খেলা যখন আবার শুরু হয়, তখন ২৯ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পরপরই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ষষ্ঠ ওভারের প্রথম বলে ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।
ধাওয়ানের বিদায়ের পর উইকেটে এসেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেন ভারতীয় এই ব্যাটার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারতও দারুণ এগোচ্ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে সফরকারীরা করেছিল ৮৯ রান। তবে তাতে বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি এতই বেশি হচ্ছিল যে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শুভমন গিল। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে কিউইরাই।
গত শুক্রবার অকল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত করেছিল ৭ উইকেটে ৩০৬ রান। জবাবে উইলিয়ামসন-টম ল্যাথামের ২২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচ-সেরা হয়েছিলেন ল্যাথাম।
বেরসিক বৃষ্টি যেন নিউজিল্যান্ড-ভারত সিরিজের নিত্যসঙ্গী। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও চলছে বৃষ্টির খেলা। হ্যামিলটনের সেডন পার্কে আজ দ্বিতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি হলো পরিত্যক্ত।
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৪.৫ ওভারে বিনা উইকেটে ভারত করে ২২ রান। এরপরই চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কয়েক ঘণ্টা। খেলা যখন আবার শুরু হয়, তখন ২৯ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পরপরই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ষষ্ঠ ওভারের প্রথম বলে ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।
ধাওয়ানের বিদায়ের পর উইকেটে এসেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেন ভারতীয় এই ব্যাটার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারতও দারুণ এগোচ্ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে সফরকারীরা করেছিল ৮৯ রান। তবে তাতে বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি এতই বেশি হচ্ছিল যে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শুভমন গিল। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে কিউইরাই।
গত শুক্রবার অকল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত করেছিল ৭ উইকেটে ৩০৬ রান। জবাবে উইলিয়ামসন-টম ল্যাথামের ২২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচ-সেরা হয়েছিলেন ল্যাথাম।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১৫ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৭ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে