Ajker Patrika

আইপিএলের মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি! 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৩
আইপিএলের মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি! 

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছেন বিরাট কোহলি। এই খবরের রেশ কাটতে না কাটতেই জানিয়েছিলেন, আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়ছেন। এবার শোনা যাচ্ছে, আইপিএল শেষে নয়, মাঝপথেই বেঙ্গালুরুর অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি! 

সময়টা একদমই ভালো যাচ্ছে না কোহলির। জাতীয় দলের জার্সি গায়ে সাম্প্রতিক সময়ে ব্যাটে রানখরায় ভুগেছেন। আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। কলকাতার বিপক্ষে ম্যাচে মাত্র ৫ রান করেই আউট হয়েছেন। দলও হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ম্যাচে কোহলির অধিনায়কত্বে খুশি হতে পারেনি বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। আইপিএলের মাঝপথেই তাই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। 

কলকাতার বিপক্ষে বাজেভাবে হারের পর নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ভারতীয় ক্রিকেটার এ নিয়ে কথা বলেছেন। তিনি ভারতীয় এক সংবাদমাধ্যমকে কোহলির অধিনায়কত্ব হারানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘ও (কোহলি) কেকেআরের বিপক্ষে কীভাবে খেলেছে সবাই দেখেছে। মনে হচ্ছে, ওর আরও খারাপ সময় আসছে। হয়তো মৌসুমের মাঝপথেই ওকে অধিনায়কের পদ থেকে সরে যেতে হবে। আমার মনে হচ্ছে, আরেকটা ম্যাচ খারাপ খেললেই কোহলিকে অধিনায়কের পদ ছাড়তে হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত