Ajker Patrika

নাটকীয়ভাবে বেঁচে যাওয়া জাকেরই ম্যাচের নায়ক

ক্রীড়া ডেস্ক    
বেঁচে গিয়ে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
বেঁচে গিয়ে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ইনিংসটা থামতে পারত ১৮ রানেই। কিন্তু আম্পায়ার কিছুক্ষণ পরই তাঁকে মাঠে ফিরিয়ে আনেন। গল্পটা হচ্ছে জাকের আলী অনিককে নিয়ে। জীবন পেয়ে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেন্ট ভিনসেন্টে ঝড় তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ প্রথমবার ধবলধোলাইয়ের পর তাঁর হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে রস্টন চেজকে ডিপ মিড উইকেটে ঠেলে দুই রানের জন্য দৌড়ান জাকের। দ্বিতীয় রান নেওয়ার সময় শামীম হোসেন পাটোয়ারী প্রথমে সাড়া দিলেও পরে চুপ হয়ে গেছেন। নন স্ট্রাইক প্রান্তে সহজেই রান আউট করেন চেজ। আউট হয়ে জাকেরের তখন মেজাজ খারাপ হওয়ার অবস্থা। কিন্তু নাটকীয়তার অনেক কিছু তখনো যে বাকি। টিভি রিপ্লে দেখে শামীমকে দেওয়া হয় আউট।

বেঁচে গিয়ে জাকের এরপর বেধড়ক পিটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ইনিংসের শেষ বলে আলজারি জোসেফকে যে ছক্কা জাকের মেরেছেন, তাতে বল চলে গেছে আর্নস ভেল স্টেডিয়ামের বাইরে। বাংলাদেশ ১৮৯ রান স্কোরবোর্ডে জমা করার পর বাকি কাজটুকু সেরেছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসানরা। ৮০ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকের বলেন, ‘আমি ভেবেছিলাম সময় নিয়ে খেলব। কারণ, জানতাম যদি শেষ পর্যন্ত টিকতে পারি, রান আসবেই। একটা ভয়ংকর তালগোল পেকে গিয়েছিল এবং তৃতীয় আম্পায়ার আমাকে ফিরিয়ে আনেন। সৌভাগ্যবশত এরপর রান করতে পেরেছি। আর এতে আমি খুব খুশি।আজকের উইকেট আগের দুই ম্যাচের তুলনায় অনেক ভালো ছিল।’

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সিরিজ মিলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮ ম্যাচ। দুটি দলই জিতেছে ৪টি করে ম্যাচ। উইন্ডিজ সফরে ৮ ম্যাচে ৫১.১২ গড়ে করেছেন ৪০৯ রান। করেছেন ৪ ফিফটি। যার মধ্যে টেস্টে দুই ফিফটিতে করেছেন ১৭৬ রান। সিরিজজুড়ে রানের ফোয়ারা ছুটিয়ে চলা জাকের বলেন, ‘পুরো সিরিজটাই আমার জন্য দারুণ কেটেছে। সবকিছুই মানসিকতার ওপর নির্ভর করে। জানি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সব সংস্করণেই আক্রমণাত্মক থাকবে। এখানে বিশ্বকাপ খেলেছি, যদিও ভালো করতে পারিনি। তবে এই সংস্করণে আমার পারফরম্যান্স ভালো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত