Ajker Patrika

পাকিস্তানের প্রধান কোচ আজহার মেহমুদ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২: ১১
পাকিস্তানের প্রধান কোচ আজহার মেহমুদ

গুঞ্জন ছিল, পূর্ণ মেয়াদে কোচ নিয়োগের আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাঁর অধীনেই খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। 

গতকাল অবশ্য সেই গুঞ্জন আলোর মুখ দেখেনি। ইউসুফ নন, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আজহার মেহমুদ। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এর আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন আজহার। ২০১৬-১৯ সাল পর্যন্ত বোলিং কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তানের হয়ে ১৬৪ ম্যাচ খেলা এই অলরাউন্ডার। এবার নতুন ভূমিকায় পাকিস্তানের সঙ্গী হলেন তিনি। 

ইউসুফ প্রধান কোচের দায়িত্ব না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকছেন তিনি। এই সিরিজে তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। আর স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। অবশ্য তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন। সিরিজটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত