ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।
গত অক্টোবরে টেস্ট দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন ফখর। এরপর অস্ট্রেলিয়ার সফরে তাঁকে ছাড়াই দল ঘোষণা করে পিসিবি। তবে অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন বলে দাবি বাঁহাতি এই ওপেনারের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে এক পডকাস্টে ফখর বলেন, ‘অসুস্থ যে কেউই হতে পারে। আমি হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড গ্রন্থির রোগ) আক্রান্ত ছিলাম। যার ফলে ১০ কেজি ওজন কমে যায় আমার এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র এই কারণেই আমি দল থেকে বাদ পড়ি। অন্য কিছু নয়। এখন আমি পুরো ফিট।’
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফখর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলে ছিলেন নিয়মিতই! ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি।
ফখর বলেন, ‘সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেট প্রথম চার-পাঁচটি ম্যাচ আমার জন্য কঠিন ছিল। মনে হয়েছিল কীভাবে খেলতে হয়, সেটাই যেন ভুলে গিয়েছি আমি। এখন আমি পুরোপুরি ফিট। দল ও নিজের জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে আরও স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
সাইম আইয়ুব না থাকায় ওপেনিংয়ে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম। ফখর বলেন, ‘আশা করি, ওপেনার হিসেবে ভালোই পারফর্ম করবে সে এবং আমার জন্য কাজ সহজ করে দেবে।’
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে কাল ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।
গত অক্টোবরে টেস্ট দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন ফখর। এরপর অস্ট্রেলিয়ার সফরে তাঁকে ছাড়াই দল ঘোষণা করে পিসিবি। তবে অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন বলে দাবি বাঁহাতি এই ওপেনারের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে এক পডকাস্টে ফখর বলেন, ‘অসুস্থ যে কেউই হতে পারে। আমি হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড গ্রন্থির রোগ) আক্রান্ত ছিলাম। যার ফলে ১০ কেজি ওজন কমে যায় আমার এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র এই কারণেই আমি দল থেকে বাদ পড়ি। অন্য কিছু নয়। এখন আমি পুরো ফিট।’
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফখর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলে ছিলেন নিয়মিতই! ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি।
ফখর বলেন, ‘সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেট প্রথম চার-পাঁচটি ম্যাচ আমার জন্য কঠিন ছিল। মনে হয়েছিল কীভাবে খেলতে হয়, সেটাই যেন ভুলে গিয়েছি আমি। এখন আমি পুরোপুরি ফিট। দল ও নিজের জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে আরও স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
সাইম আইয়ুব না থাকায় ওপেনিংয়ে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম। ফখর বলেন, ‘আশা করি, ওপেনার হিসেবে ভালোই পারফর্ম করবে সে এবং আমার জন্য কাজ সহজ করে দেবে।’
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে কাল ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে