Ajker Patrika

বোর্ডের সমালোচনা নয়, পাকিস্তান ওপেনার বাদ পড়েছিলেন অন্য কারণে

ক্রীড়া ডেস্ক    
ফখর জামান। ছবি: আইসিসি
ফখর জামান। ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।

গত অক্টোবরে টেস্ট দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন ফখর। এরপর অস্ট্রেলিয়ার সফরে তাঁকে ছাড়াই দল ঘোষণা করে পিসিবি। তবে অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন বলে দাবি বাঁহাতি এই ওপেনারের।

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে এক পডকাস্টে ফখর বলেন, ‘অসুস্থ যে কেউই হতে পারে। আমি হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড গ্রন্থির রোগ) আক্রান্ত ছিলাম। যার ফলে ১০ কেজি ওজন কমে যায় আমার এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র এই কারণেই আমি দল থেকে বাদ পড়ি। অন্য কিছু নয়। এখন আমি পুরো ফিট।’

চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফখর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলে ছিলেন নিয়মিতই! ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি।

ফখর বলেন, ‘সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেট প্রথম চার-পাঁচটি ম্যাচ আমার জন্য কঠিন ছিল। মনে হয়েছিল কীভাবে খেলতে হয়, সেটাই যেন ভুলে গিয়েছি আমি। এখন আমি পুরোপুরি ফিট। দল ও নিজের জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে আরও স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’

সাইম আইয়ুব না থাকায় ওপেনিংয়ে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম। ফখর বলেন, ‘আশা করি, ওপেনার হিসেবে ভালোই পারফর্ম করবে সে এবং আমার জন্য কাজ সহজ করে দেবে।’

এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে কাল ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত