Ajker Patrika

শচীন-সৌরভদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ওয়ার্নার 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৭: ৪৩
শচীন-সৌরভদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ওয়ার্নার 

আইসিসি ইভেন্ট এলেই দেখা যায় অন্য এক ডেভিড ওয়ার্নারকে। গড়তে থাকেন একের পর এক রেকর্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ওয়ার্নার করেছেন অন্যতম এক রেকর্ড। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ছাড়িয়ে গেছেন অনেক কিংবদন্তি তারকা ক্রিকেটারকে। 

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ১৮ ইনিংস খেলে ওয়ার্নারের রান ছিল ৯৯২ রান। ইনিংসের দ্বিতীয় বলে জসপ্রীত বুমরাকে পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিয়েছেন ওয়ার্নার। এরপর অষ্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন। আর সপ্তম ওভারের দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়াকে চার মেরে ওয়ার্নার নাম লেখান রেকর্ডের পাতায়। ১৯ ইনিংসে ১০০০ রান করে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার এই ওপেনার। এর আগে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্স। শচীন-ডি ভিলিয়ার্স দুজনেরই লেগেছে ২০ ইনিংস। ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলি দুই ব্যাটারের এক হাজার রান করতে লেগেছে ২১ ইনিংস। 

ভারতের বিপক্ষে আজ ৫২ বলে ৪১ রান করেছেন ওয়ার্নার। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ১৯ ইনিংস শেষে রান ১০৩৩। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৭ নম্বরে আছেন তিনি। ২২৭৮ রান করে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিশ্বকাপে করেছেন ৬ সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত