ক্রীড়া ডেস্ক
ব্রায়ান লারার রেকর্ডটা ভিয়ান মুল্ডার প্রায় ভেঙেই দিয়েছিলেন। যখন মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক ছিলেন, চাইলে ৩৪ রান বেশি করে ইনিংস ঘোষণা করতে পারতেন। কিন্তু আকস্মিকভাবেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন মুল্ডার।
৭ জুলাই টেস্টের দ্বিতীয় দিনে মুল্ডার যখন ৩৬৭ রান করে থেমে গিয়েছিলেন, তখন সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা গিয়েছিল হাহাকার। ইশ! লারার ৪০০ রানের রেকর্ডটা তো তিনি (মুল্ডার) ভাঙতেই পারতেন—ভক্ত-সমর্থকদের কথার ধরন ছিল এমনই। লারাও চেয়েছিলেন, তাঁর ৪০০ রানের এভারেস্টটা মুল্ডার ভেঙে দিতেন। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্টের অফিশিয়াল সম্প্রচারক সুপারস্পোর্ট ক্রিকেট আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে যে রিলস ছেড়েছে, সেখানে জানা গেছে মজার এক তথ্য। মুল্ডার বলেন, ‘আমার সঙ্গে লারার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘তুমি তোমার একটা লিগ্যাসি তৈরি করছ এবং তোমার এই রেকর্ড ভাঙা উচিত। রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। যদি আবার কখনো আমার চেয়ে বেশি রান করার সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাবে।’’
৩৬৭ রান করে টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে মুল্ডার। সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা নিজের করে নেওয়ার এত কাছাকাছি গিয়েও যে ভাঙলেন না, সেটাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘এটা খুবই বিশেষ এক ঘটনা। এমন কিছু আমি স্বপ্নেও কল্পনা করেননি। তার (লারা) জায়গা থেকে এটা মজার একটা ব্যাপার। তবে আমার বিশ্বাস, ঠিক কাজটাই আমি করেছিলাম। খেলাটাকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ।’
কেশব মহারাজ না খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েছিলেন মুল্ডার। ৩৬৭ রান করে টেস্টে নেতৃত্বের অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন তিনি। ৪০০ রানের রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েও না ভাঙার ব্যাপারে মুল্ডার সেদিন জানিয়েছিলেন, লারাকে সম্মান জানাতেই মূলত সেখানে (৩৬৭) থেমে গিয়েছিলেন। মুল্ডারের রেকর্ড গড়া টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে জিতেছিল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো পেয়েছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩৭ রান ও ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি।
ব্রায়ান লারার রেকর্ডটা ভিয়ান মুল্ডার প্রায় ভেঙেই দিয়েছিলেন। যখন মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক ছিলেন, চাইলে ৩৪ রান বেশি করে ইনিংস ঘোষণা করতে পারতেন। কিন্তু আকস্মিকভাবেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন মুল্ডার।
৭ জুলাই টেস্টের দ্বিতীয় দিনে মুল্ডার যখন ৩৬৭ রান করে থেমে গিয়েছিলেন, তখন সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা গিয়েছিল হাহাকার। ইশ! লারার ৪০০ রানের রেকর্ডটা তো তিনি (মুল্ডার) ভাঙতেই পারতেন—ভক্ত-সমর্থকদের কথার ধরন ছিল এমনই। লারাও চেয়েছিলেন, তাঁর ৪০০ রানের এভারেস্টটা মুল্ডার ভেঙে দিতেন। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্টের অফিশিয়াল সম্প্রচারক সুপারস্পোর্ট ক্রিকেট আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে যে রিলস ছেড়েছে, সেখানে জানা গেছে মজার এক তথ্য। মুল্ডার বলেন, ‘আমার সঙ্গে লারার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘তুমি তোমার একটা লিগ্যাসি তৈরি করছ এবং তোমার এই রেকর্ড ভাঙা উচিত। রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। যদি আবার কখনো আমার চেয়ে বেশি রান করার সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাবে।’’
৩৬৭ রান করে টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে মুল্ডার। সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা নিজের করে নেওয়ার এত কাছাকাছি গিয়েও যে ভাঙলেন না, সেটাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘এটা খুবই বিশেষ এক ঘটনা। এমন কিছু আমি স্বপ্নেও কল্পনা করেননি। তার (লারা) জায়গা থেকে এটা মজার একটা ব্যাপার। তবে আমার বিশ্বাস, ঠিক কাজটাই আমি করেছিলাম। খেলাটাকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ।’
কেশব মহারাজ না খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েছিলেন মুল্ডার। ৩৬৭ রান করে টেস্টে নেতৃত্বের অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন তিনি। ৪০০ রানের রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েও না ভাঙার ব্যাপারে মুল্ডার সেদিন জানিয়েছিলেন, লারাকে সম্মান জানাতেই মূলত সেখানে (৩৬৭) থেমে গিয়েছিলেন। মুল্ডারের রেকর্ড গড়া টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে জিতেছিল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো পেয়েছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩৭ রান ও ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৫ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৫ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৮ ঘণ্টা আগে