Ajker Patrika

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের কঠিন পরীক্ষা

দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষে সদ্য দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। নির্ভার থাকার সুযোগ নেই।  দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ দলকে তাই ভাবতে হচ্ছে  শ্রীলঙ্কাকে নিয়ে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ০-০ ড্র করা শ্রীলঙ্কা দল আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কার সঙ্গে লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল সমৃদ্ধ দুর্দান্ত ব্যাটিং ইউনিট। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও কোনো অংশে কম যান না। সুরঙ্গ লাকমাল, দুষ্মন্ত চামিরা সমৃদ্ধ পেসারদের পাশাপাশি তরুণ স্পিনার লাসিথ এমবালডেনিয়া; ব্যাটিং, বোলিং সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলটি এখন মুখিয়ে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে লড়তে।

মুদ্রার ওপর পিঠ বাংলাদেশ দলের। যেন জিততেই ভুলে গেছে। ফেব্রুয়ারীতে ঘরের মাঠে তুলনামূলক খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২-০ ব্যবধানে ধবলধোলাই। এরপর নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই হার। বাজে বোলিংয়ের পাশাপাশি  একের পর এক ক্যাচ মিস, মিস ফিল্ডিংয়ে রান বিলানো, ধীর গতির ব্যাটিং; সবকিছু মিলিয়ে অনেকটাই ব্যাকফুটে।

শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় সুখস্মৃতি ২০১৭ সালে নিজেদের শততম টেস্ট জয়। যেখানে সাকিব আল হাসান দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ছয়টি উইকেট। সেই সাকিবকেও এবার পাচ্ছে না বাংলাদেশ।

গল টেস্টে ২০১৩ তে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমকে নিয়েও আছে শঙ্কা। কেননা ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। অনিশ্চয়তা আছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও।

জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে তা এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে। সেভাবে দেখতে বাংলাদেশ- শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি এক অর্থে আনুষ্ঠানিকতার। কিন্তু বাংলাদেশের কাছে টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ কারণ টেস্ট চ্যাম্পিয়নশীপে সব দল কিছু পয়েন্ট পেলেও বাংলাদেশের ভাণ্ডার এখনও শূন্য।

এখন দেখার পালা, শ্রীলঙ্কা সফর শেষে আমরা কী সেই বিবর্ণ বাংলাদেশ দলকে দেখতে পাবো নাকি খেলোয়াড়দের মুখে হাসি দেখতে পাবো!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত