ক্রীড়া ডেস্ক
সেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমতায় ফেরার ম্যাচ। সিরিজের হিসেব না হয় বাদই থাকল। আগামীকাল যে দল ম্যাচটি হারবে, একটি বিব্রতকর রেকর্ডে তাদের নাম উঠবে। টি-টোয়েন্টিতে ১০৭ ম্যাচ হেরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যৌথভাবে শীর্ষে। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত দল ১০৮ ম্যাচ হেরে বিব্রতকর রেকর্ডে এককভাবে সবার ওপরে উঠবে।
ম্যাচ হারের রেকর্ডে কে এগিয়ে যাবে, সেটা আগামীকাল জানা যাবে। তবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৭ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৪ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.৪৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ১৮০ টি-টোয়েন্টি খেলে ৬৯ ম্যাচ জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৩৩ শতাংশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিও হবে সেন্ট ভিনসেন্টে। এই ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। পাঁচে থাকা পাকিস্তান এই সংস্করণে হেরেছে ৯৮ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল
ম্যাচ
বাংলাদেশ ১০৭
ওয়েস্ট ইন্ডিজ ১০৭
শ্রীলঙ্কা ১০৪
জিম্বাবুয়ে ১০৩
পাকিস্তান ৯৮
*২০২৪-এর ১৭ ডিসেম্বর পর্যন্ত
সেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমতায় ফেরার ম্যাচ। সিরিজের হিসেব না হয় বাদই থাকল। আগামীকাল যে দল ম্যাচটি হারবে, একটি বিব্রতকর রেকর্ডে তাদের নাম উঠবে। টি-টোয়েন্টিতে ১০৭ ম্যাচ হেরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যৌথভাবে শীর্ষে। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত দল ১০৮ ম্যাচ হেরে বিব্রতকর রেকর্ডে এককভাবে সবার ওপরে উঠবে।
ম্যাচ হারের রেকর্ডে কে এগিয়ে যাবে, সেটা আগামীকাল জানা যাবে। তবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৭ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৪ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.৪৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ১৮০ টি-টোয়েন্টি খেলে ৬৯ ম্যাচ জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৩৩ শতাংশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিও হবে সেন্ট ভিনসেন্টে। এই ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। পাঁচে থাকা পাকিস্তান এই সংস্করণে হেরেছে ৯৮ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল
ম্যাচ
বাংলাদেশ ১০৭
ওয়েস্ট ইন্ডিজ ১০৭
শ্রীলঙ্কা ১০৪
জিম্বাবুয়ে ১০৩
পাকিস্তান ৯৮
*২০২৪-এর ১৭ ডিসেম্বর পর্যন্ত
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে