নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। বিভিন্ন পেশার মানুষ আন্দোলন নিয়ে কথা বলছেন। তামিম ইকবাল অবশেষে নীরবতা ভাঙলেন দেশে চলমান আন্দোলন নিয়ে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। এমন পরিস্থিতিতে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে মুশফিকুর রহিম কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তামিম নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’
পারিবারিক দিক থেকেও তামিমের বর্তমান অবস্থা ভালো নয়। বড় ভাই নাফিস ইকবাল বিরল এক রোগে আক্রান্ত হয়ে বিদেশের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তামিম নিজেও দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’
কোটা আন্দোলন নিয়ে গতকাল যখন হৃদয়-শরীফুলরা পোস্ট দিয়েছিলেন, তখন মুশফিকও এক পোস্ট দিয়ে আবার সেটা ডিলিট করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আজ সকালে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন, ব্যথিত। তিনি সহিংসতা, রক্তপাত দেখতে চান না তাঁর প্রিয় ক্যাম্পাসে। সংশ্লিষ্টদের প্রতি সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের। তবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও খবর পড়ুন:
কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। বিভিন্ন পেশার মানুষ আন্দোলন নিয়ে কথা বলছেন। তামিম ইকবাল অবশেষে নীরবতা ভাঙলেন দেশে চলমান আন্দোলন নিয়ে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। এমন পরিস্থিতিতে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে মুশফিকুর রহিম কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তামিম নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’
পারিবারিক দিক থেকেও তামিমের বর্তমান অবস্থা ভালো নয়। বড় ভাই নাফিস ইকবাল বিরল এক রোগে আক্রান্ত হয়ে বিদেশের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তামিম নিজেও দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’
কোটা আন্দোলন নিয়ে গতকাল যখন হৃদয়-শরীফুলরা পোস্ট দিয়েছিলেন, তখন মুশফিকও এক পোস্ট দিয়ে আবার সেটা ডিলিট করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আজ সকালে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন, ব্যথিত। তিনি সহিংসতা, রক্তপাত দেখতে চান না তাঁর প্রিয় ক্যাম্পাসে। সংশ্লিষ্টদের প্রতি সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের। তবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও খবর পড়ুন:
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
৪ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, দুই দলেরই এটি এখন বড় প্রশ্ন। ঘরের মাঠের উইকেট স্বাগতিক ক্রিকেটারদের কাছে হাতের তালুর মতো চেনা হলেও মিরপুরের উইকেট নিয়ে খোদ লিটন দাসরা ধোঁয়াশায়।
১৬ মিনিট আগেঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
১৪ ঘণ্টা আগে