Ajker Patrika

আফগানদের দাপুটে পারফরম্যান্সে কাঁপছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২০: ৪৬
আফগানদের দাপুটে পারফরম্যান্সে কাঁপছে অস্ট্রেলিয়া

২০২৩ বিশ্বকাপে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। সেই মানসিকতা নিয়েই আফগানরা আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে আফগানরা করে ফেলেছে ৩০০ ছুঁই ছুঁই স্কোর। এবার আফগানদের দুর্দান্ত বোলিংয়ে কাঁপছে অজিরা। 

২৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙে যায় ৪ রানেই। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে নাভিন উল হককে ড্রাইভ করতে যান ট্রাভিস হেড। আউটসাইড এজ হওয়া বল সহজেই তালুবন্দী করেছেন আফগানিস্তান উইকেটরক্ষক ইকরাম আলি খিল। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি হেড। প্রথম উইকেট নেওয়ার পর নাভিনের সঙ্গে উল্লাসে মেতেছেন আফগান ক্রিকেটাররা। 

প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন মিচেল মার্শ। এসেই আফগানিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন মার্শ। তবে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মার্শকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাভিন। আম্পায়ার আউট দেওয়ার পর মার্শও রিভিউ করেননি। ১১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রান করেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। 
দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও মার্শের ২৬ বলে ৩৯ রানের জুটি গড়েছিলেন। 

মার্শের পর দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন ওয়ার্নার। নবম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান ওয়ার্নার। ২৯ বলে ৩ চারে ১৮ রান করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ঠিক তার পরের বলেই ওমরজাই পেয়েছেন আরও এক উইকেট। কাট শট খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিশ প্রথম স্লিপে ইব্রাহিম জাদরানের তালুবন্দী হয়েছেন। 

ওয়ার্নার, ইংলিশ টানা দুই বলে আউট হয়ে ফিরে গেলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। ইংলিশ গোল্ডেন ডাক মারার পর ব্যাটিংয়ে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে অসাধারণ এক ডেলিভারিতে পরাস্ত করে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের ব্যবস্থা করেই ফেলেছিলেন ওমরজাই। পরে রিভিউতে দেখা যায়, বল ব্যাটে লেগে তা আফগান উইকেটরক্ষকের কাছাকাছি গিয়ে ড্রপ করেছে। 
দ্রুত দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাটিংয়ে নামা মারনাস লাবুশেন ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকেন। ম্যাক্সওয়েলকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরার চেষ্টা করছিলেন লাবুশেন। তবে বেশিক্ষণ টেকেনি ম্যাক্সওয়েল-লাবুশেনের পঞ্চম উইকেট জুটিতে যোগ হয়েছে ৩৫ বলে ২০ রান। যেখানে ১৫তম ওভারের প্রথম বলে রশিদ খানকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান ম্যাক্সওয়েল। স্ট্রাইক প্রান্তে লাবুশেন পৌঁছানোর আগেই মিড উইকেট থেকে রহমত শাহর অসাধারণ ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে যায়। তাতে অজিদের স্কোর হয়ে যায় ১৪.১ ওভারে ৫ উইকেটে ৬৯ রান। 

অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট পড়তে পারত ৭৩ রানেই। ১৫ তম ওভারের চতুর্থ বলে সদ্য ব্যাটিংয়ে আসা মার্কাস স্টয়নিসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন রশিদ। রিভিউতে দেখা যায় বল ব্যাটে লাগেনি। আর প্যাডে লাগলেও আম্পায়ার্স কলে এলবিডব্লু থেকে বেঁচে যান স্টয়নিস। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১৭ তম ওভারের চতুর্থ বলে রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন স্টয়নিস। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ৭ বলে ১ চারে ৬ রান করেছেন স্টয়নিস। তাতে অজিদের স্কোর হয়ে যায় ১৬.৪ ওভারে ৬ উইকেটে ৮৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত