Ajker Patrika

রোহিত-কোহলি ফিরতেই হেরে গেল ভারত 

রোহিত-কোহলি ফিরতেই হেরে গেল ভারত 

বিশ্রাম শেষে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরলেন সিরিজের শেষ ম্যাচে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাজটা ঠিকঠাক সেরে রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। দুই অভিজ্ঞ ক্রিকেটার ফেরার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে কী, উল্টো হেরেই গেছে ভারত। 

 ৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে কেমন উইকেট হবে, সেই কৌতূহল থেকে ক্রিকেট বিশ্বের নজর ছিল ভারতের দিকে। মোহালি ও ইন্দোরে রানের বন্যা বয়ে গেছে, বিশেষ করে ইন্দোরে। আজ রান হয়েছে রাজকোটেও। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৬৩৮। হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হেরেছে রোহিত শর্মার দল। 

এত রান হওয়ার পরও অবাক হওয়ার মতো বিষয়, ম্যাচে সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়া-ভারতের কোনো ব্যাটারই। অস্ট্রেলিয়া ইনিংসে একটা আক্ষেপ অবশ্য আছে, আক্রমণাত্মক খেলতে খেলতে মাত্র ৪ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক ছুঁতে পারেননি মিচেল মার্শ। বিশ্রাম থেকে ফিরে ৮১ রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক রোহিতও। 

টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। আজ ওপেনিং করে মার্শ তো রান পেয়েছেনই, রান করেছেন তাঁর উদ্বোধনী সঙ্গী ডেভিড ওয়ার্নারও। ওয়ার্নারের ৫৬, স্টিভেন স্মিথের ৭৪ ও মার্নাস লাবুশেনের ৭২ রানে মনে হচ্ছিল অজিদের রান আজ হতে পারে ৪০০। সেটি হয়নি মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান থেমেছে ৩৫২ রানে। ভারতের সেরা বোলিং জসপ্রীত বুমরার, ৩ উইকেটে নিতে ৮১ রানের খরুচে বোলিং তাঁর। 

ভারতের শুরুটা ওপেনিংয়ে চমক দেখিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। উদ্বোধনী জুটি রান তুলল ৭৪ যেখানে ওয়াশিংটনের অবদান মাত্র ১৮! দ্বিতীয় উইকেট জুটিতে কোহলির সঙ্গে রোহিতের জুটি ৭০ রানের। রোহিতই ছিলেন বেশ আগ্রাসী। ৫ চার ও ৬ ছক্কায় আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০ ছক্কার কীর্তি গড়েছেন রোহিত। 

রোহিত ও ৫৬ করা কোহলি ফিরতেই ধীরে ধীরে লাইন ছাড়া ভারতের ব্যাটিং। শ্রেয়াস আয়ারের ৪৮ রানও ঠেকাতে পারেনি ধস। আর এই ধস নামিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ রানে তাঁর ৪ উইকেটেই হার নিশ্চিত হয়েছে ভারতের। দুই বল আগে ভারত অলআউট ২৮৬ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত