নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুরবস্থা লেগে আছে দীর্ঘ সময় ধরে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সেই চিন্তা থাকছে টিম ম্যানেজমেন্টে। সর্বশেষ নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। লিটন-শান্তদের আউট হাওয়ার ধরন নিয়েও হয়েছিল ব্যাপক কৌতুক!
এই ভঙ্গুর ব্যাটিং অর্ডার নিয়ে পাকিস্তান সফরে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদিদের বোলিং কীভাবে সামলাবে বাংলাদেশ? এমন প্রশ্ন আসতেই পারে সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রস্তুতির জন্য প্রায় দুই মাসের একটা সময় পেয়েছেন শান্তরা। এর মধ্যে পাকিস্তান সিরিজের জন্য ব্যাটিংয়ের প্রস্তুতি ও পরিকল্পনা কেমন চলছে তাঁদের—এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ব্যাটিং পরিকল্পনাটা না বলি। ব্যাটিং পরিকল্পনাটা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল।’
পাকিস্তানের বোলিং আক্রমণ সামলাতে অভিজ্ঞ ব্যাটারদের ওপরই আস্থার কথা জানিয়েছেন শান্ত। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে দলে ফিরতে পারেন এই উইকেটরক্ষক-ব্যাটার। লঙ্কান সিরিজে দল ভালো না করলেও ছন্দে ছিলেন মুমিনুল হক। আজ রাজধানীতে এক কুইজ অনুষ্ঠানে শান্ত বললেন, ‘আমার মনে হয়, এই সংস্করণে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। মুশফিক ভাই, মুমিনুল ভাই—আরও বেশ কিছু খেলোয়াড় আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতা দেখাতে পারি, আমরা যদি আমাদের ওই শক্তি অনুযায়ী খেলতে পারি, এই সিরিজটা ভালো হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো কাটেনি বাংলাদেশ দলের। পাকিস্তান সিরিজ দিয়ে এবার সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য শান্তর, ‘অবশ্যই এটা শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও এটা নিয়ে খুব বেশি চিন্তা করে যাওয়ার দরকার আছে সেটা না। আমার মনে হয় বর্তমানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’
শান্তর মতে, পাকিস্তান সফরে যাঁরা যাবেন সবাই প্রস্তুতি নিয়েই আসবেন। এইচপি, বাংলাদেশ টাইগার্স, ‘এ’ দলের হয়ে অনেকেই প্রস্তুতি ম্যাচ খেলবেন। বললেন, ‘সামনে আমাদের কোন সিরিজটা আছে এবং এটা ভিন্ন সংস্করণ। এই সংস্করণে বেশ কিছু নতুন খেলোয়াড় আসবেন যারা টি-টোয়েন্টি সংস্করণে ছিলেন না। অবশ্য যারা আসবেন অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা। আমরা শেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে শেষ করলাম। অনেক দিন পর আবার একটা টেস্ট সিরিজ। এই সিরিজের আগে সবাই একটা ভালো সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। আশা করছি ভালোই হবে।’
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুরবস্থা লেগে আছে দীর্ঘ সময় ধরে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সেই চিন্তা থাকছে টিম ম্যানেজমেন্টে। সর্বশেষ নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। লিটন-শান্তদের আউট হাওয়ার ধরন নিয়েও হয়েছিল ব্যাপক কৌতুক!
এই ভঙ্গুর ব্যাটিং অর্ডার নিয়ে পাকিস্তান সফরে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদিদের বোলিং কীভাবে সামলাবে বাংলাদেশ? এমন প্রশ্ন আসতেই পারে সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রস্তুতির জন্য প্রায় দুই মাসের একটা সময় পেয়েছেন শান্তরা। এর মধ্যে পাকিস্তান সিরিজের জন্য ব্যাটিংয়ের প্রস্তুতি ও পরিকল্পনা কেমন চলছে তাঁদের—এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ব্যাটিং পরিকল্পনাটা না বলি। ব্যাটিং পরিকল্পনাটা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল।’
পাকিস্তানের বোলিং আক্রমণ সামলাতে অভিজ্ঞ ব্যাটারদের ওপরই আস্থার কথা জানিয়েছেন শান্ত। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে দলে ফিরতে পারেন এই উইকেটরক্ষক-ব্যাটার। লঙ্কান সিরিজে দল ভালো না করলেও ছন্দে ছিলেন মুমিনুল হক। আজ রাজধানীতে এক কুইজ অনুষ্ঠানে শান্ত বললেন, ‘আমার মনে হয়, এই সংস্করণে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। মুশফিক ভাই, মুমিনুল ভাই—আরও বেশ কিছু খেলোয়াড় আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতা দেখাতে পারি, আমরা যদি আমাদের ওই শক্তি অনুযায়ী খেলতে পারি, এই সিরিজটা ভালো হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো কাটেনি বাংলাদেশ দলের। পাকিস্তান সিরিজ দিয়ে এবার সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য শান্তর, ‘অবশ্যই এটা শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও এটা নিয়ে খুব বেশি চিন্তা করে যাওয়ার দরকার আছে সেটা না। আমার মনে হয় বর্তমানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’
শান্তর মতে, পাকিস্তান সফরে যাঁরা যাবেন সবাই প্রস্তুতি নিয়েই আসবেন। এইচপি, বাংলাদেশ টাইগার্স, ‘এ’ দলের হয়ে অনেকেই প্রস্তুতি ম্যাচ খেলবেন। বললেন, ‘সামনে আমাদের কোন সিরিজটা আছে এবং এটা ভিন্ন সংস্করণ। এই সংস্করণে বেশ কিছু নতুন খেলোয়াড় আসবেন যারা টি-টোয়েন্টি সংস্করণে ছিলেন না। অবশ্য যারা আসবেন অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা। আমরা শেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে শেষ করলাম। অনেক দিন পর আবার একটা টেস্ট সিরিজ। এই সিরিজের আগে সবাই একটা ভালো সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। আশা করছি ভালোই হবে।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪১ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে