ক্রীড়া ডেস্ক
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে