Ajker Patrika

বুমরাহকে নিয়ে চিন্তিত থাকতে বললেন পাকিস্তান কোচ

ক্রীড়া ডেস্ক    
জাসপ্রিত বুমরাহ। ছবি: এক্স
জাসপ্রিত বুমরাহ। ছবি: এক্স

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও জাসপ্রিত বুমরাহ ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান ডানহাতি এই পেসার। তাই তাঁর ফিটনেস নিয়ে ভারতকে চিন্তিত থাকতে বললেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ।

যেকোনো প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ হয়ে ওঠেন বুমরাহ। চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর না থাকাটা হবে ভারতের জন্য বিশাল এক ধাক্কার। আগামী ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর। তবে না খেললে হয়তো চ্যাম্পিয়নস ট্রফির থেকেই ছিটকে যেতে পারেন তিনি।

বুমরাহকে নিয়ে আকিব জাভেদ বলেন, ‘বুমরাহর ফিটনেস নিয়ে তাদের (ভারত) চিন্তা করা দরকার। চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে সুন্দর দিক হলো, কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। কারণ এখানে সেরা আটটি দল খেলে থাকে ৷ যেকোনো দলের কাছেই বুমরাহ থাকা মানে প্লাস পয়েন্ট ৷ তবে এর মানে এই নয় যে, তাকে ঘিরেই সব পরিকল্পনা হবে।’

এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত