ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
গল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১৩ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২৯ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৩২ মিনিট আগে২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে