২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
২০২৪ আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। এক মাস আগেই যেন মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে চেন্নাইয়ের।
চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা হওয়ার কারণ মোস্তাফিজের কয়েক দিন আগে দুর্ঘটনায় পড়া। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলন করতে গিয়ে গত পরশু মাথায় বলের আঘাত পান তিনি। যে কারণে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। মাথায় লেগেছে পাঁচ সেলাই। চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে চেন্নাই। তাঁর (মোস্তাফিজ) বাংলাদেশের জার্সি পরা ছবি চেন্নাই তাদের ফেসবুক পেজে ক্যাপশন দিয়েছে, ‘দ্রুত সেরে উঠুন ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
ইমপেরিয়াল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকায় কুমিল্লার টিম হোটেলে মোস্তাফিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল (পরশু) রাতে মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ‘ফিট টু ফ্লাই’ ছাড়পত্র পাওয়ার পর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।’
এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে কুমিল্লার জার্সিতে মোস্তাফিজকে দেখা যাচ্ছে না। এবারের বিপিএলের শেষ ভাগ তিনি খেলতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯.৫৬ ইকোনমিতে মোস্তাফিজের ১১ উইকেট এবারের বিপিএলে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৩ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪১ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে