Ajker Patrika

ভারতীয় ধারাভাষ্যকারের চোখে অলরাউন্ডারদের ড্যাডি সাকিব

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২: ৩০
ভারতীয় ধারাভাষ্যকারের চোখে অলরাউন্ডারদের ড্যাডি সাকিব

সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অনেক দিন শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আল হাসান। টেস্টেও সেরা তিন অলরাউন্ডারদের একজন তিনি। ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার দৃষ্টিতে সাকিবই সেরা অলরাউন্ডার। 

সেরা অলরাউন্ডার কে—এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে আলাপ-আলোচনা করেন চোপড়া। সাকিব, হার্দিক পান্ডিয়া, মিচেল মার্শ, ক্রিস ওকস, শাদাব খানের মতো তারকারা ছিলেন চোপড়ার আলোচনায়। তাঁদের মধ্যে এবারের অ্যাশেজে মিচেল মার্শ ৫০ গড়ে করেছেন ২৫০ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন। আর ক্রিস ওকস বোলিংয়ে নিয়েছেন ১৯ উইকেট ও রান করেছেন ৭৯ রান। অন্যদিকে সাকিব এ বছর ওয়ানডেতে ১১ ম্যাচে ৩৭.৬ গড়ে করেছেন ৩৭৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট। এই সাকিবের নেতৃত্বেই ২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ এই দুটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। 

পরিসংখ্যান যা-ই হোক, অলরাউন্ডারদের নাম বলতে গিয়ে চোপড়া তালিকার শীর্ষে রেখেছেন সাকিবকে। বাংলাদেশের অলরাউন্ডারের নাম বলতে গিয়ে একটু রসিকতাই করেছেন চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি। ২০১৯ বিশ্বকাপ সে নিজেদের করে নিয়েছে। ৯ ম্যাচে ৩৩১ রান করেছে। তিনটি হাফ সেঞ্চুরি করেছে। সে ৩৬৮ বল খেলেছে, প্রতি ম্যাচে গড়ে ৪০ বলের বেশি। সে ১৬ উইকেট পেয়েছে। ৬৪ ওভার বোলিং করেছে। ৪.৮৪ ইকোনমিতে এবং প্রতি ম্যাচে গড়ে দুই উইকেট পেয়েছে।’

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছেন সাকিব।  চার বছর আগে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে করেছেন ৬০৬ রান ও বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত