টি-টোয়েন্টি সংস্করণে সহজে ওয়েস্ট ইন্ডিজকে বাতিলের খাতায় ফেলার কোনো সুযোগ নেই। এক ম্যাচ হারার পরই উইন্ডিজ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বার্বাডোজে আজ যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়ার পর ক্যারিবীয়দের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র ১৯.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে গেছে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল যেন কোনো ম্যাচের হাইলাইটস। টর্নেডো, সাইক্লোন—ওপেনার শাই হোপের ইনিংসকে চাইলে যেকোনো কিছুই বলা যেতে পারে। ৩৯ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১০.৫ ওভারে ১ উইকেটে ১৩০ রান করলে উইন্ডিজের নেট রানরেট হয়েছে এখন +১.৮১৪। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপ ‘টু’তে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। একই গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্টের পাশাপাশি +০.৬২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২ এবং তাদের নেট রানরেট +০.৪১২।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অবশ্য হোপের হাতে ওঠেনি। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রস্টন চেজ। তিনি এখন শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না। অ্যান্টিগায় পরশু বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে হারালেই যে সুপার এইট নিশ্চিত হচ্ছে উইন্ডিজের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ নিয়ে চেজ বলেন, ‘ম্যাচটাই (ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা) আমাদের গন্তব্য। লক্ষ্য আমাদের বিশ্বকাপ জেতা। তাই যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলি না কেন, তাদের হারিয়ে শিরোপা জিততে চাই।’
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত চেজ। যুক্তরাষ্ট্রের বিস্ফোরক ওপেনার স্টিভেন টেলরের উইকেট চেজ নেননি ঠিকই। তবে উইকেটে চেজের অবদান রয়েছে। যেখানে আন্দ্রে রাসেলের অফ সাইডের বেশ বাইরের বল তাড়া করতে যান টেলর। পয়েন্টে দ্রুততার সঙ্গে তালুবন্দী করেন চেজ। ফিল্ডিং নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘পয়েন্টে ফিল্ডিং করতে পছন্দ করি। আমাকে অনেক উপকার করে এটা।’
টি-টোয়েন্টি সংস্করণে সহজে ওয়েস্ট ইন্ডিজকে বাতিলের খাতায় ফেলার কোনো সুযোগ নেই। এক ম্যাচ হারার পরই উইন্ডিজ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বার্বাডোজে আজ যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দেওয়ার পর ক্যারিবীয়দের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে যুক্তরাষ্ট্র ১৯.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে গেছে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল যেন কোনো ম্যাচের হাইলাইটস। টর্নেডো, সাইক্লোন—ওপেনার শাই হোপের ইনিংসকে চাইলে যেকোনো কিছুই বলা যেতে পারে। ৩৯ বলে ৪ চার ও ৮ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১০.৫ ওভারে ১ উইকেটে ১৩০ রান করলে উইন্ডিজের নেট রানরেট হয়েছে এখন +১.৮১৪। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে গ্রুপ ‘টু’তে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। একই গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্টের পাশাপাশি +০.৬২৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তিনে থাকা ইংল্যান্ডেরও পয়েন্ট ২ এবং তাদের নেট রানরেট +০.৪১২।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অবশ্য হোপের হাতে ওঠেনি। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রস্টন চেজ। তিনি এখন শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না। অ্যান্টিগায় পরশু বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে হারালেই যে সুপার এইট নিশ্চিত হচ্ছে উইন্ডিজের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ নিয়ে চেজ বলেন, ‘ম্যাচটাই (ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা) আমাদের গন্তব্য। লক্ষ্য আমাদের বিশ্বকাপ জেতা। তাই যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলি না কেন, তাদের হারিয়ে শিরোপা জিততে চাই।’
বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত চেজ। যুক্তরাষ্ট্রের বিস্ফোরক ওপেনার স্টিভেন টেলরের উইকেট চেজ নেননি ঠিকই। তবে উইকেটে চেজের অবদান রয়েছে। যেখানে আন্দ্রে রাসেলের অফ সাইডের বেশ বাইরের বল তাড়া করতে যান টেলর। পয়েন্টে দ্রুততার সঙ্গে তালুবন্দী করেন চেজ। ফিল্ডিং নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘পয়েন্টে ফিল্ডিং করতে পছন্দ করি। আমাকে অনেক উপকার করে এটা।’
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৬ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে