Ajker Patrika

কোহলির কাছ থেকে এমন কিছু আশা করেননি কপিল

কোহলির কাছ থেকে এমন কিছু আশা করেননি কপিল

টানা দুই হারে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, তাঁরা যথেষ্ট সাহসিকতা দেখাতে পারেননি। কোহলির এমন মন্তব্য অবশ্য মানতে পারছেন না ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। পাশাপাশি দলের আত্মবিশ্বাস বাড়াতে রবি শাস্ত্রী আর মহেন্দ্র সিং ধোনিকে এগিয়ে আসতে বলেছেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যূনতম কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ভারত। এর আগে পাকিস্তানের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ করেছিল কোহলির দল। নিউজিল্যান্ড ম্যাচের পর কোহলি বলেন, তাঁর দল চাপ নেওয়ার সাহস দেখাতে পারেনি। কোহলির এমন মন্তব্যের সমালোচনা করে কপিল বলেন, ‘বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা খুবই দুর্বল একটি মন্তব্য। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে, দলকে জেতানোর মতো ক্ষুধা ও আকাঙ্ক্ষা তার আছে।’ 

নিউজিল্যান্ডের কাছে ভরাডুবির পর নানামুখী সমালোচনার মুখে আছেন কোহলিরা। সে সমালোচকের তালিকায় যোগ দিয়ে কপিল বলেন, ‘দলের শরীরী ভাষা আর অধিনায়কের চিন্তা ভাবনা যদি এমন হয়, তবে দলের আত্মবিশ্বাস ফেরানো কঠিন। আমি আমার বন্ধু শাস্ত্রী ও ধোনিকে অনুরোধ করব এগিয়ে এসে দলের হাল ধরতে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বাড়ানো ধোনির কাজ।’ 

সেমিতে যাওয়ার জন্য নিজেদের বড় জয়ের পাশাপাশি অন্যদের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। দলের এমন দুর্দশা মানতেই পারছেন না কপিল, ‘অন্যদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যদি আমাদের সেমিতে যেতে হয়, তবে সেটা ভালো ব্যাপার না। নিজের প্রতিভা দিয়েই সেমিতে যাওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত