ক্রীড়া ডেস্ক
স্মৃতি বিস্মৃত হওয়ার নয়। অতীতের কোনো স্মৃতি কোনো না কোনোভাবে আপনার মনে পড়বেই। আন্দ্রে রাসেলেরও হয়তো গতকাল আইপিএলে ইশান্ত শর্মার দুর্দান্ত এক ইয়র্কারে আউট হওয়ার পর পুরোনো স্মৃতি মনে পড়েছে।
রাসেলের সেই দুঃসহ স্মৃতিতে মোস্তাফিজুর রহমানের নাম জড়িয়ে আছে। দিল্লি ক্যাপিটালসের পেসার ইশান্তর টো ক্রাশারে রাসেল যেভাবে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন, তেমন ঘটনা ঘটেছিল ২০১৬ আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হুবহু এমন ঘটনারই মুখোমুখি হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজের বলে।
তাঁর ব্যাটে যখন বেদম পিটুনি খেয়ে দিশেহারা হন বোলাররা, সেদিন উইকেট বাঁচাতে নিজেই দিশেহারা হয়েছিলেন রাসেল। আজ থেকে আট বছর আগে ক্যারিবিয়ান ব্যাটারের বিপক্ষে নিখুঁত এক ইয়র্কার করেছিলেন মোস্তাফিজ। ব্লক হোলে করা তাঁর ইয়র্কারের কোনো জবাব ছিল না রাসেলের হাতে। যার ফল মুখ থুবড়ে মাটিতে পড়ে অসহায়ভাবে দেখতে হয়েছে নিজের উইকেট ভাঙার দৃশ্য।
গতকাল যেমনটা করেছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত। ৩৯ বছর বয়সী পেসারের ১৪৪ গতির ইয়র্কারের কোনো প্রতি উত্তর ছিল না রাসেলের সামনে। এতটাই নিখুঁত ছিল যে চলে যাওয়ার সময় হাতে তালি দিতে বাধ্য হন রাসেলও।
রাসেলকে আউট করে দিল্লিকে একটা বিব্রতকর রেকর্ড থেকেও রক্ষা করেছেন ইশান্ত। তা না হলে সাত দিনের ব্যবধানে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ত কলকাতা নাইট রাইডার্স। ১৯ ওভার শেষে কলকাতার রান ছিল ৫ উইকেটে ২৬৪। শেষ ওভারে ১৪ রান করলেই রেকর্ড হয়ে যেত।
১৯ বলে ৪১ রান করে আউট হওয়া রাসেল সে সময় তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছিলেন। কোনো কিছুই তাঁর পথে বাধা হতে পারছিল না। এমন মুহূর্তেই শেষ ওভারের প্রথম বলেই ইশান্তর সেই দুর্দান্ত ইয়র্কার। পরে আরও একটি উইকেট নিয়ে কলকাতার স্কোর ২৭২-এর বেশি হতে দেননি তিনি।
কলকাতা যা করেছে, তাতে কী কম হয়েছে? আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে। সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ডটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গত ২৭ মার্চ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ১৬৬ রানে অলআউট, ১০৬ রানের জয় পান রাসেলরা।
স্মৃতি বিস্মৃত হওয়ার নয়। অতীতের কোনো স্মৃতি কোনো না কোনোভাবে আপনার মনে পড়বেই। আন্দ্রে রাসেলেরও হয়তো গতকাল আইপিএলে ইশান্ত শর্মার দুর্দান্ত এক ইয়র্কারে আউট হওয়ার পর পুরোনো স্মৃতি মনে পড়েছে।
রাসেলের সেই দুঃসহ স্মৃতিতে মোস্তাফিজুর রহমানের নাম জড়িয়ে আছে। দিল্লি ক্যাপিটালসের পেসার ইশান্তর টো ক্রাশারে রাসেল যেভাবে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন, তেমন ঘটনা ঘটেছিল ২০১৬ আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হুবহু এমন ঘটনারই মুখোমুখি হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজের বলে।
তাঁর ব্যাটে যখন বেদম পিটুনি খেয়ে দিশেহারা হন বোলাররা, সেদিন উইকেট বাঁচাতে নিজেই দিশেহারা হয়েছিলেন রাসেল। আজ থেকে আট বছর আগে ক্যারিবিয়ান ব্যাটারের বিপক্ষে নিখুঁত এক ইয়র্কার করেছিলেন মোস্তাফিজ। ব্লক হোলে করা তাঁর ইয়র্কারের কোনো জবাব ছিল না রাসেলের হাতে। যার ফল মুখ থুবড়ে মাটিতে পড়ে অসহায়ভাবে দেখতে হয়েছে নিজের উইকেট ভাঙার দৃশ্য।
গতকাল যেমনটা করেছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত। ৩৯ বছর বয়সী পেসারের ১৪৪ গতির ইয়র্কারের কোনো প্রতি উত্তর ছিল না রাসেলের সামনে। এতটাই নিখুঁত ছিল যে চলে যাওয়ার সময় হাতে তালি দিতে বাধ্য হন রাসেলও।
রাসেলকে আউট করে দিল্লিকে একটা বিব্রতকর রেকর্ড থেকেও রক্ষা করেছেন ইশান্ত। তা না হলে সাত দিনের ব্যবধানে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ত কলকাতা নাইট রাইডার্স। ১৯ ওভার শেষে কলকাতার রান ছিল ৫ উইকেটে ২৬৪। শেষ ওভারে ১৪ রান করলেই রেকর্ড হয়ে যেত।
১৯ বলে ৪১ রান করে আউট হওয়া রাসেল সে সময় তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছিলেন। কোনো কিছুই তাঁর পথে বাধা হতে পারছিল না। এমন মুহূর্তেই শেষ ওভারের প্রথম বলেই ইশান্তর সেই দুর্দান্ত ইয়র্কার। পরে আরও একটি উইকেট নিয়ে কলকাতার স্কোর ২৭২-এর বেশি হতে দেননি তিনি।
কলকাতা যা করেছে, তাতে কী কম হয়েছে? আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে। সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ডটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গত ২৭ মার্চ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ১৬৬ রানে অলআউট, ১০৬ রানের জয় পান রাসেলরা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে