Ajker Patrika

একদিন না একদিন এমন দিন আসতই, জানতেন তামিমরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪: ২১
Thumbnail image

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতেও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। হারারেতে কাল প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে তামিম ইকবালের দলের হার ৫ উইকেটে। ম্যাচে একাধিক ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। হারের পর  তামিম সংবাদ সম্মেলনে ক্যাচ হাতছাড়ার প্রসঙ্গ টেনে জানালেন, এমন দিন আসবে তিনি তা জানতেন। 

ক্রিকেটের বহুল প্রচলিত একটি কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস। কাল ম্যাচ হেরে যাওয়ায় ক্যাচ মিসের প্রসঙ্গটিই এল সবার আগে। তামিম এ নিয়ে বললেন, ‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা।’

বাংলাদেশ দলে এই ক্যাচ হাতছাড়ার দৃশ্য নিয়মিতই দেখা যায়। বেশির ভাগ ম্যাচে ভালো ব্যাটিং কিংবা বোলিং দিয়ে ম্যাচ জিতে এই ঘাটতি পুষিয়ে দেন তাঁরা। কাল আর সেটি সম্ভব হয়নি। দ্বিতীয় ওয়ানডের আগেই এ নিয়ে ভাবার কথা জানালেন তামিম, ‘টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’ 

ম্যাচে বাংলাদেশ শুধু ক্যাচ ফেলেনি, ফিল্ডিংও করেছে যাচ্ছে তাই।  সেই সুযোগে রান বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। যেগুলো ডট বল হতে পারত, সেখানে ১ রান নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। এ নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, একপাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত