জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতেও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। হারারেতে কাল প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে তামিম ইকবালের দলের হার ৫ উইকেটে। ম্যাচে একাধিক ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। হারের পর তামিম সংবাদ সম্মেলনে ক্যাচ হাতছাড়ার প্রসঙ্গ টেনে জানালেন, এমন দিন আসবে তিনি তা জানতেন।
ক্রিকেটের বহুল প্রচলিত একটি কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস। কাল ম্যাচ হেরে যাওয়ায় ক্যাচ মিসের প্রসঙ্গটিই এল সবার আগে। তামিম এ নিয়ে বললেন, ‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা।’
বাংলাদেশ দলে এই ক্যাচ হাতছাড়ার দৃশ্য নিয়মিতই দেখা যায়। বেশির ভাগ ম্যাচে ভালো ব্যাটিং কিংবা বোলিং দিয়ে ম্যাচ জিতে এই ঘাটতি পুষিয়ে দেন তাঁরা। কাল আর সেটি সম্ভব হয়নি। দ্বিতীয় ওয়ানডের আগেই এ নিয়ে ভাবার কথা জানালেন তামিম, ‘টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
ম্যাচে বাংলাদেশ শুধু ক্যাচ ফেলেনি, ফিল্ডিংও করেছে যাচ্ছে তাই। সেই সুযোগে রান বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। যেগুলো ডট বল হতে পারত, সেখানে ১ রান নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। এ নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, একপাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতেও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। হারারেতে কাল প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে তামিম ইকবালের দলের হার ৫ উইকেটে। ম্যাচে একাধিক ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। হারের পর তামিম সংবাদ সম্মেলনে ক্যাচ হাতছাড়ার প্রসঙ্গ টেনে জানালেন, এমন দিন আসবে তিনি তা জানতেন।
ক্রিকেটের বহুল প্রচলিত একটি কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস। কাল ম্যাচ হেরে যাওয়ায় ক্যাচ মিসের প্রসঙ্গটিই এল সবার আগে। তামিম এ নিয়ে বললেন, ‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা।’
বাংলাদেশ দলে এই ক্যাচ হাতছাড়ার দৃশ্য নিয়মিতই দেখা যায়। বেশির ভাগ ম্যাচে ভালো ব্যাটিং কিংবা বোলিং দিয়ে ম্যাচ জিতে এই ঘাটতি পুষিয়ে দেন তাঁরা। কাল আর সেটি সম্ভব হয়নি। দ্বিতীয় ওয়ানডের আগেই এ নিয়ে ভাবার কথা জানালেন তামিম, ‘টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
ম্যাচে বাংলাদেশ শুধু ক্যাচ ফেলেনি, ফিল্ডিংও করেছে যাচ্ছে তাই। সেই সুযোগে রান বাড়িয়ে নিয়েছে জিম্বাবুয়ে। যেগুলো ডট বল হতে পারত, সেখানে ১ রান নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। এ নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, একপাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দেন দুর্দান্ত শুরু। ধারাটা ধরে রাখেন শেষ ওভার পর্যন্ত। যদিও হংকংকে অল আউট করতে পারেনি লিটন দাসের দল। রানের লাগাম টেন
২ ঘণ্টা আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতে এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
২ ঘণ্টা আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
৪ ঘণ্টা আগে