নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা।
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে।
জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা।
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে।
জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
২ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
২ ঘণ্টা আগে