ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
১ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ার সমৃদ্ধ না হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পাবেন না—এই মানদণ্ডের কারণে মাইকেল বেভান স্বীকৃতিটা পাননি। কারণ, ১০ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৩২ ওয়ানডে ও ১৮ টেস্ট। তবে নিয়ম বদলে যাওয়ায় বেভানকে নেওয়া হয়েছে ‘হল অব ফেমে’।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স ম্যাচ। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেল
৩ ঘণ্টা আগেলিগ পর্বের শেষে কোনো ক্রিকেটারকে দলে ভেড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন কিছু নয়। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল প্লে-অফ অংশে নিয়েছিল ডেভিড মিলারকে। এবারও ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি তারকা ক্রিকেটারদের নিচ্ছে টুর্নামেন্টের শেষ অংশে এসে।
৩ ঘণ্টা আগে