ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৫ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৬ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৭ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৮ ঘণ্টা আগে