Ajker Patrika

হঠাৎ বাংলাদেশ-ভারত ম্যাচের ছবি পোস্ট করলেন রুবেল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২: ৩২
Thumbnail image

সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরেই বেশ সরব রুবেল হোসেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি, সাকিব আল হাসানের মামলার ঘটনাসহ অনেক কিছু নিয়ে নিয়মিত পোস্ট করছেন রুবেল। এবার বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।  

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল গতকাল বাংলাদেশ সময় রাত ১১টা ১১ মিনিটে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শিখর ধাওয়ানকে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে। উইকেট নেওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন রুবেল। বাংলাদেশের ৩৪ বছর বয়সী পেসার ক্যাপশন দিয়েছেন, ‘ট্রেডমার্ক উদযাপন। স্মৃতি।’ উদ্‌যাপন শব্দের পর লাভ ইমোজি বসিয়েছেন তিনি।  

কোন ম্যাচ নিয়ে রুবেল পোস্ট করেন, তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পেসারের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কায় আয়োজিত আয়োজিত নিদাহাস ট্রফি নিয়ে। ভক্ত-সমর্থকদের অনেকে সেই টুর্নামেন্টে রুবেলের ২২ রানের ওভার নিয়েও আক্ষেপ করেছেন, যেখানে কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে শেষ দুই ওভারে জিততে দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে আসা রুবেলকে বেধড়ক পিটিয়ে দিনেশ কার্তিক একাই নিয়েছিলেন ২২ রান। শেষ বলে কার্তিকের ছক্কায় ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। 

বাংলাদেশ-ভারত ম্যাচের ছবি পোস্ট দেওয়ার পর আজ দুপুর ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ২৪ হাজারেরও বেশি, যেখানে বেশির ভাগ রিঅ্যাকশনই লাভ ও  কেয়ার ইমোজির।  ১ হাজার ৩০০ মন্তব্য হয়েছে। অনেকেই লিখেছেন, ‘শুভকামনা’। শেয়ার হয়েছে ৬৭। রুবেলের এই ছবি পোস্ট করার কারণ হতে পারে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। ভারতের মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা যেন চাঙা থাকেন, সে জন্যই হয়তো দেওয়া। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।  

আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল সবশেষ খেলেছেন তিন বছর আগে। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। তিন সংস্করণ মিলে ভারতের বিপক্ষে রুবেল নেন ১৭ উইকেট। 

আরও পড়ুন-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত