Ajker Patrika

বাংলাদেশের ভেন্যুতে তুষারপাত

বাংলাদেশের ভেন্যুতে তুষারপাত

বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে। কিন্তু প্রতিকূল আবহাওয়া বাদ সাধতে পারে টুর্নামেন্টে।

স্থানীয় সংবাদমাধ্যম স্টাফ জানিয়েছে, টুর্নামেন্টের একমাত্র ভেন্যু হ্যাগলি ওভালে আজ প্রচুর তুষারপাত হয়েছে।

রাতভর তুষারপাতে শহরের একটা বড় অংশ ঢাকা পড়েছে। অথচ কিছুদিন আগেও বাংলাদেশ দল দুবাইয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলে এসেছে। বাংলাদেশেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়াচ্ছে নিয়মিতই। এমন আবহাওয়া থেকে তুষার আবর্তিত দেশে গিয়ে সাকিব-মিরাজরা ঠিক মানিয়ে নিতে পারবেন কি না, প্রশ্ন দেখা দিয়েছে।

বিসিবি সূত্র অবশ্য জানিয়েছে, ভোরে তুষারপাত হলেও দিনে রোদ উঠেছে। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। হ্যাগিলি ওভালের গ্রাউন্ডসম্যান রুপার্ট বুল বলেছেন, ‘তুষারপাত হলেও পুরো মাঠ ঢেকে রাখা হয়েছিল। বরফ মাঠে তেমন প্রভাব ফেলেনি। ড্রেনেজ ব্যবস্থা এত চমৎকার যে মাঠ শুকাতে কোনো সমস্যাই হয়নি। চাইলে আজই প্রয়োজনে ম্যাচ খেলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত