Ajker Patrika

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০: ২৭
সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত। আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ছয় উইকেট। লাঞ্চ বিরতির পরপরই স্বাগতিকদের গুটিয়ে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত। এর আগে কোনো এশিয়ান দল প্রোটিয়াদের ঘাঁটি সেঞ্চুরিয়ান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। শেষ দিনের শুরুতে নাইটওয়াচম্যান কেশভ মহারাজকে বোল্ড করে ফেরান জসপ্রিত বুমরা।

তবে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে ছিলেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এগোচ্ছিলেনও দারুণভাবে। তাঁর ১৫৬ বলে ৭৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটান বুমরা। এলগারের বিদায়ের পর কুইন্টন ডি ককরা আর প্রতিরোধ গড়তে পারেননি। নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৯১ রানে।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা আর মোহাম্মদ শামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের সঙ্গে মোট আট উইকেট ভারতের জয়ে বড় অবদান পেসার শামির। তবে ম্যাচসেরার পুরস্কার গেছে লোকেশ রাহুলের দখলের। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত