Ajker Patrika

সোহাগ গাজীর বিব্রতকর রেকর্ডের স্মৃতি ফেরালেন শাহিন 

সোহাগ গাজীর বিব্রতকর রেকর্ডের স্মৃতি ফেরালেন শাহিন 

সেই টেস্টের কথা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালের মিরপুর টেস্ট। আরও বেশি করে ভুলে যেতে চাইবেন বোলার সোহাগ গাজীও। টেস্টের শুরুর ওভারেই যে তিনি দিয়ে ফেলেছিলেন ১৮ রান। যা ২০০২ এর পর থেকে টেস্টের শুরুর ওভারে রান দেওয়ার হিসাব রাখার পর থেকে এটাই এখন পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার। 

প্রায় এক যুগ আগের সোহাগ গাজীর সেই বিব্রতকর রেকর্ডটিকে আজ পাকিস্তান-অস্ট্রেলিয়া পার্থ টেস্টে সামনে এনেছেন শাহিন শাহ আফ্রিদি। বর্তমান প্রজন্মের অন্যতম সমীহ জাগানিয়া এই বোলারটিকেই পিটিয়েই পেসারদের স্বর্গ ওয়াকায় ১৪ রান তুলেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম তিন বলে তিনটি সিঙ্গেল দিয়েছিলেন শাহিন। পরের তিন বলে দেন ৪,৪ ও ৩ রান। অলরাউন্ডার সোহাগ গাজীর পর এই ১৪ রানই টেস্টের শুরুর ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। 

অবশ্য শুরুর ওভারে ১৪ রান দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। প্রথম ঘটনাটার সাক্ষীও এক পাকিস্তানি পেসার নাসিম শাহ। গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শুরুর ওভারে ১৪ রান দিয়েছিলেন নাসিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত