ক্রীড়া ডেস্ক
শুরুতে উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়েন ইমাম উল হক ও শান মাসুদ। এরপর আচমকটা ব্যাটিং ধ্বস নামে স্বাগতিক শিবিরে। সেখান থেকে পাকিস্তানকে পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৩১৩ রানে ৫ উইকেট হারিয়ে লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
প্রথম দিন পাকিস্তানের ৪ ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। দলীয় ২ রানে ফেরেন আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেটে ইমাম ও মাসুদের ১৬১ রানের জুটিতে দারুণভাবেই প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। অধিনায়ক ৭৬ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ১৪৭ বলের ইনিংসে ৯ চারের পাশাপাশি ১ ছয় মারেন মাসুদ। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কাটা খায় দলীয় ১৯৯ রানে। এ সময় ৩ ব্যাটারকে হারায় তারা। একে একে ফিরে যান ইমাম, বাবর আজম ও সৌদ শাকিল। ৫৭ তম ওভারের শেষ দুই বলে ইমাম ও শাকিলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সেনুরান মুথুসামি।
এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপে পুড়বেন ইমাম। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন এই ওপেনার। তার ৯৩ রানের ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছয়ের মারে। বাবর আউট হন ২৩ রান করে। উইকেটে টিকে গিয়েও সাইমন হারমারের বলে এলবিডব্লু হন সাবেক এই অধিনায়ক। রানের খাতা খুলতে পারেননি শাকিল। ষষ্ঠ উইকেটে প্রোটিয়া বোলারদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান রিজওয়ান ও আগা। ১১৪ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। তাতেই বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান। রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের দাপটের দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল মুথুসামি। ১০১ রানে ২ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। কাগিসো রাবাদা, প্রেনেলান সুবরায়েন ও হারমার নেন একটি করে উইকেট।
শুরুতে উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়েন ইমাম উল হক ও শান মাসুদ। এরপর আচমকটা ব্যাটিং ধ্বস নামে স্বাগতিক শিবিরে। সেখান থেকে পাকিস্তানকে পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৩১৩ রানে ৫ উইকেট হারিয়ে লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।
প্রথম দিন পাকিস্তানের ৪ ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। দলীয় ২ রানে ফেরেন আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেটে ইমাম ও মাসুদের ১৬১ রানের জুটিতে দারুণভাবেই প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। অধিনায়ক ৭৬ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। ১৪৭ বলের ইনিংসে ৯ চারের পাশাপাশি ১ ছয় মারেন মাসুদ। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কাটা খায় দলীয় ১৯৯ রানে। এ সময় ৩ ব্যাটারকে হারায় তারা। একে একে ফিরে যান ইমাম, বাবর আজম ও সৌদ শাকিল। ৫৭ তম ওভারের শেষ দুই বলে ইমাম ও শাকিলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সেনুরান মুথুসামি।
এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপে পুড়বেন ইমাম। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন এই ওপেনার। তার ৯৩ রানের ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছয়ের মারে। বাবর আউট হন ২৩ রান করে। উইকেটে টিকে গিয়েও সাইমন হারমারের বলে এলবিডব্লু হন সাবেক এই অধিনায়ক। রানের খাতা খুলতে পারেননি শাকিল। ষষ্ঠ উইকেটে প্রোটিয়া বোলারদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান রিজওয়ান ও আগা। ১১৪ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন তাঁরা। তাতেই বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান। রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের দাপটের দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল মুথুসামি। ১০১ রানে ২ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। কাগিসো রাবাদা, প্রেনেলান সুবরায়েন ও হারমার নেন একটি করে উইকেট।
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৪ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৪ ঘণ্টা আগে