ক্রীড়া ডেস্ক
আইপিএলে বেশি ম্যাচ না খেলতে পারলেও সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। এমন খেলেছেন, যাতে করে দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁকে নিয়ে পোস্ট করেছে। তবে পাকিস্তানে এই বাঁহাতি পেসারকে পাচ্ছে না বাংলাদেশ।
আইপিএলে দিল্লির লিগ পর্বের শেষ ম্যাচে ২৪ মে মোস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ের দিনে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি। ঠিক তার পরের দিন (২৫ মে) লাহোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেদিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোস্তাফিজ পাকিস্তান সিরিজে খেলতে পারছেন না। এই বাঁহাতি পেসার না থাকায় আফসোস করছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। লাহোরে গত রাতে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘মোস্তাফিজুর রহমান আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুর্ভাগ্যবশত সে এই সিরিজের (পাকিস্তান সিরিজ) অংশ হতে পারছে না।’
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো তারকারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন আগেভাগেই। আর দীর্ঘসময় বাংলাদেশের জার্সিতে খেললেও লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। তরুণদের মধ্যেও তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়রা ঝলক দেখালেও সেটা সাময়িক সময়ের জন্যই। সিমন্সের মতে বাংলাদেশের হাল ধরার সময় এখন তরুণ ক্রিকেটারদের। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘যখন সিনিয়র ক্রিকেটাররা থাকে না, সেটা তরুণদের জন্য সুযোগ তৈরি করে দেয়। সেক্ষেত্রে কোনো না কোনো ভালো দারুণ ক্রিকেটার বেরিয়ে আসে।’
মোস্তাফিজ, সৌম্য দুজনেই চোটের কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন। যেখানে সৌম্যর পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটনের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে আরব আমিরাতের কাছে। তবু পাকিস্তান সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তান সিরিজে আমাদের কিছু মূল ক্রিকেটারকে মিস করব। তবে বর্তমান দল নিয়ে দারুণ লড়াই করতে পারব বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
২০২৫ আইপিএলের মেগা নিলাম থেকে মোস্তাফিজকে নেয়নি কোনো দল। অন্যদিকে মাঝপথে স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের বাঁহাতি পেসার ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর পাকিস্তান সিরিজে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
আইপিএলে বেশি ম্যাচ না খেলতে পারলেও সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। এমন খেলেছেন, যাতে করে দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁকে নিয়ে পোস্ট করেছে। তবে পাকিস্তানে এই বাঁহাতি পেসারকে পাচ্ছে না বাংলাদেশ।
আইপিএলে দিল্লির লিগ পর্বের শেষ ম্যাচে ২৪ মে মোস্তাফিজ ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ের দিনে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি। ঠিক তার পরের দিন (২৫ মে) লাহোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেদিন রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোস্তাফিজ পাকিস্তান সিরিজে খেলতে পারছেন না। এই বাঁহাতি পেসার না থাকায় আফসোস করছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। লাহোরে গত রাতে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘মোস্তাফিজুর রহমান আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুর্ভাগ্যবশত সে এই সিরিজের (পাকিস্তান সিরিজ) অংশ হতে পারছে না।’
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো তারকারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন আগেভাগেই। আর দীর্ঘসময় বাংলাদেশের জার্সিতে খেললেও লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। তরুণদের মধ্যেও তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়রা ঝলক দেখালেও সেটা সাময়িক সময়ের জন্যই। সিমন্সের মতে বাংলাদেশের হাল ধরার সময় এখন তরুণ ক্রিকেটারদের। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘যখন সিনিয়র ক্রিকেটাররা থাকে না, সেটা তরুণদের জন্য সুযোগ তৈরি করে দেয়। সেক্ষেত্রে কোনো না কোনো ভালো দারুণ ক্রিকেটার বেরিয়ে আসে।’
মোস্তাফিজ, সৌম্য দুজনেই চোটের কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন। যেখানে সৌম্যর পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটনের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে আরব আমিরাতের কাছে। তবু পাকিস্তান সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদী সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তান সিরিজে আমাদের কিছু মূল ক্রিকেটারকে মিস করব। তবে বর্তমান দল নিয়ে দারুণ লড়াই করতে পারব বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
২০২৫ আইপিএলের মেগা নিলাম থেকে মোস্তাফিজকে নেয়নি কোনো দল। অন্যদিকে মাঝপথে স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের বাঁহাতি পেসার ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর পাকিস্তান সিরিজে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
কোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
২৫ মিনিট আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১ ঘণ্টা আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২ ঘণ্টা আগে