Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া সেই ক্রিকেটার এখন অবসরে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৬: ২৮
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পিটার মুর। ছবি: এএফপি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পিটার মুর। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত তিন সংস্করণ মিলে মুর খেলেন ৮৫ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২.৯১ গড়ে করেন ১৯২৫ রান। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড দুই দেশের হয়েই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আয়ারল্যান্ডের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে তিনি করেন ৪ ও ৩০ রান। মুরের বিদায়ী ম্যাচে আয়ারল্যান্ড ৬৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জার্সিতে ৭৮ ম্যাচ খেলেন মুর। বাকি ৭ ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের জার্সিতে। জিম্বাবুয়ের হয়ে মুর খেলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। যেখানে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ের জার্সিতে ৫ বছরে ৭৮ ম্যাচে ২৪.৬২ গড়ে করেন ১৭২৪ রান। রয়েছে ১০ ফিফটি। যেখানে আফ্রিকার দলটির হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে করেন ৫৩৩ রান। ৫ ফিফটি রয়েছে টেস্টে।

আয়ারল্যান্ডের হয়ে ৭ ম্যাচের ৭টিই মুর খেলেছেন টেস্ট। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। তখন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনো বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে আমার তিন-চার বছর খেলার সামর্থ্য আছে। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ের হয়ে কয়েকটা বিশ্বকাপে খেলা হয়নি। আশা করি আগামী বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) আয়ারল্যান্ডের জার্সিতে খেলতে পারব।’ সেই সাক্ষাৎকারের মাত্র দুই বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুর। ওয়ানডে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়েই ইতি টানতে হলো মুরের। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো খেলেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত