ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত তিন সংস্করণ মিলে মুর খেলেন ৮৫ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২.৯১ গড়ে করেন ১৯২৫ রান। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড দুই দেশের হয়েই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আয়ারল্যান্ডের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে তিনি করেন ৪ ও ৩০ রান। মুরের বিদায়ী ম্যাচে আয়ারল্যান্ড ৬৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জার্সিতে ৭৮ ম্যাচ খেলেন মুর। বাকি ৭ ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের জার্সিতে। জিম্বাবুয়ের হয়ে মুর খেলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। যেখানে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ের জার্সিতে ৫ বছরে ৭৮ ম্যাচে ২৪.৬২ গড়ে করেন ১৭২৪ রান। রয়েছে ১০ ফিফটি। যেখানে আফ্রিকার দলটির হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে করেন ৫৩৩ রান। ৫ ফিফটি রয়েছে টেস্টে।
আয়ারল্যান্ডের হয়ে ৭ ম্যাচের ৭টিই মুর খেলেছেন টেস্ট। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। তখন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনো বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে আমার তিন-চার বছর খেলার সামর্থ্য আছে। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ের হয়ে কয়েকটা বিশ্বকাপে খেলা হয়নি। আশা করি আগামী বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) আয়ারল্যান্ডের জার্সিতে খেলতে পারব।’ সেই সাক্ষাৎকারের মাত্র দুই বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুর। ওয়ানডে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়েই ইতি টানতে হলো মুরের। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো খেলেননি তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত তিন সংস্করণ মিলে মুর খেলেন ৮৫ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২.৯১ গড়ে করেন ১৯২৫ রান। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড দুই দেশের হয়েই তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আয়ারল্যান্ডের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে তিনি করেন ৪ ও ৩০ রান। মুরের বিদায়ী ম্যাচে আয়ারল্যান্ড ৬৩ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জার্সিতে ৭৮ ম্যাচ খেলেন মুর। বাকি ৭ ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের জার্সিতে। জিম্বাবুয়ের হয়ে মুর খেলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। যেখানে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ের জার্সিতে ৫ বছরে ৭৮ ম্যাচে ২৪.৬২ গড়ে করেন ১৭২৪ রান। রয়েছে ১০ ফিফটি। যেখানে আফ্রিকার দলটির হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে করেন ৫৩৩ রান। ৫ ফিফটি রয়েছে টেস্টে।
আয়ারল্যান্ডের হয়ে ৭ ম্যাচের ৭টিই মুর খেলেছেন টেস্ট। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই আইরিশদের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। তখন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখনো বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে আমার তিন-চার বছর খেলার সামর্থ্য আছে। যদিও গত কয়েক বছরে জিম্বাবুয়ের হয়ে কয়েকটা বিশ্বকাপে খেলা হয়নি। আশা করি আগামী বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) আয়ারল্যান্ডের জার্সিতে খেলতে পারব।’ সেই সাক্ষাৎকারের মাত্র দুই বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুর। ওয়ানডে বিশ্বকাপে না খেলার আক্ষেপ নিয়েই ইতি টানতে হলো মুরের। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো খেলেননি তিনি।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৫ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৫ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৮ ঘণ্টা আগে