Ajker Patrika

মিরপুরের উইকেট নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন মাহবুব উল আনাম

আপডেট : ০৯ মে ২০২২, ২১: ০৭
মিরপুরের উইকেট নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন মাহবুব উল আনাম

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। নিচু আর মন্থর উইকেটের কারণে প্রতি সিরিজে এই বিতর্ক সামনে আসে। হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। আর এই সমালোচনার তীর সবচেয়ে বেশি যায় প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার দিকে। 

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব উল আনাম অবশ্য এর দায়ভার নিজেদের কাঁধে নিয়ে দিয়েছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা। তিনি বলেন, ‘আমাদের দেশে উইকেট বানাতে যে মাটিটা দরকার, সেই মাটিতে যে আঠালো উপাদান থাকা দরকার সেটা সব জায়গায় পাওয়া যায় না। মিরপুরে উইকেটটা কালো মাটি দিয়ে বানানো। এই উইকেটটা আমরা পার্থের কিউরেটরকে দিয়ে বানিয়েছিলাম। বগুড়ার উইকেটটা আরও বাদামি মাটি, চট্টগ্রামেরটা আরও বেশি এঁটেল মাটি। এই জিনিসটা কিন্তু কঠিন।  এখানে মাটি কাটাটাও  সহজ নয়। এটা আমরা বছরের মাসখানেক সময় পাই তাও নদীর নিচে। তাই এটা পাওয়াও দুষ্কর। এই জিনিসগুলোতে আমাদের কাজ করতে হবে। আমরা ভালো মাটি পাওয়ার খোঁজ করছি।’

মাহবুব আনাম মনে করেন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয় অজ্ঞতার কারণে। বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে এমনটা হতো না উল্লেখ করে তিনি বলেন,‘আমাদের যে সমালোচনা হয় তা অজ্ঞতার কারণেই হয়। আমরা যদি বৈজ্ঞানিক কারণগুলো উপলব্ধি করি তাহলে অনেক কিছুই আমাদের কাছে আরও ভালো শোনাবে।’

একই সঙ্গে তিনি দাবি করেন মিরপুরে এত খেলার পর এই উইকেটের আর উন্নতি করা সম্ভব নয়, ‘আমি নির্দিষ্ট কাউকে নিয়ে মন্তব্য করব না। বছরে এখানে সব মিলিয়ে প্রায় ৩৫০ দিন খেলা হয়। যেখানে মিরপুরের মতো একটা স্টেডিয়ামে আমাদের ৬০ দিনের বেশি খেলা উচিত না।  জানুয়ারি থেকে শুরু করে টানা ১২০ দিন খেলেছি আমরা।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে টানা ম্যাচ খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল সাকিব - মাহমুদউল্লাহরা। এরপর বিশ্বকাপে ভরাডুবির পর অনেকে মিরপুরের উইকেটের নেতিবাচক প্রভাবকে দায়ী দিয়েছিল।  মাহবুব আনাম অবশ্য বিষয়টা সেভাবে দেখছেন না,

‘এই মাঠে আমাদের যে জয়গুলো আছে, সেই জয়গুলোর মালাটা তো আমরা অন্যকে পরাতে পারি। কিন্তু মালাটা কিন্তু আমরাই নেই।  আপনারা কিন্তু আমাদের জয়গুলো দেখেন... আমরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষে  টেস্ট জিতেছি , নিউজিল্যান্ডকে একই মাঠে হারিয়েছি। মোটামুটি সব দলের বিপক্ষেই জিতেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত