Ajker Patrika

আইসিসি বর্ষসেরা দলে উগান্ডার খেলোয়াড় আছে, নেই বাংলাদেশের কেউ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭: ০০
আইসিসি বর্ষসেরা দলে উগান্ডার খেলোয়াড় আছে, নেই বাংলাদেশের কেউ 

টি-টোয়েন্টিতে সফল এক বছর কাটিয়েছে বাংলাদেশ। গত বছর ১৪টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ, ফল হয়নি একটিতে। তবে দারুণ এক বছর কাটানোর পরও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কারও। জায়গা পেয়েছেন উগান্ডার আলপেশ রামজানি। আফ্রিকান দেশটিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পথে বড় অবদান এই অলরাউন্ডারের।

আজ নারী ও পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে আইসিসি। পুরুষ দলে আছেন সর্বোচ্চ ৪ ভারতীয়—সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণুই ও আর্শদীপ সিং। জিম্বাবুয়ের আছেন দুজন—সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা। জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও আয়াল্যান্ডের মার্ক অ্যাডায়ার।

এই একাদশের অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে ভারত। গত বছর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৭৩৩ রান তাঁর। ২০ ইনিংসে ৪৪৯ রান নিয়ে এ তালিকার ১৯ তম স্থানে রামজানি। গত বছর উইকেটশিকারিদের মধ্যে শীর্ষস্থানে উগান্ডার এই ক্রিকেটার। ৩০ ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট। 

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, মার্ক চাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডায়ার, রবি বিষ্ণুই, রিচার্ড এনগারাভা, আর্শদীপ সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত