Ajker Patrika

বড় শাস্তিই পেলেন মোস্তাফিজদের অধিনায়ক 

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৯: ৫৬
বড় শাস্তিই পেলেন মোস্তাফিজদের অধিনায়ক 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে রাজস্থান ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের নো বল প্রসঙ্গ উত্তাপ ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। এ ঘটনায় অনেকেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্তের কড়া সমালোচনা করেছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার শাস্তি পেলেন মোস্তাফিজদের অধিনায়ক। পন্তের ম্যাচ ফির পুরোটায় জরিমানা করা হয়েছে।

ম্যাচের শেষ ওভারের তৃতীয় বলে আম্পায়ার নো বল না দেওয়ায় পন্ত উইকেটে থাকা ব্যাটারদের  মাঠ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত করেন। পরে সহকারী কোচ প্রবীণ আমরেকে মাঠে  আম্পায়ারের  সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। এ ঘটনায় দলেরই আরেক সহকারী কোচ শেন ওয়াটসন পন্তের সমালোচনা করেছেন। এবার আইপিএল কর্তৃপক্ষ দিল্লি অধিনায়কের ম্যাচ ফির ১০০ শতাংশই কেটে নিল। আইপিএলের অনুচ্ছেদ ২.৭ অনুযায়ী শৃঙ্খলার দ্বিতীয় লেভেল ভাঙায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

শাস্তি পেয়েছেন প্রবীণ আমরেও। আইপিএলের ২.২ ধারায় দ্বিতীয় লেভেল ভাঙায় তাঁরও পন্তের মতো ম্যাচ ফির পুরোটায় খোয়া গেছে। পাশাপাশি তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পন্তের আরেক সতীর্থ শার্দুল ঠাকুরকেও মাঠের বাইরে আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায় তাঁকেও ২.৮ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। শার্দুলের  ম্যাচ ফির ৫০ শতাংশ বেতন কাটা হয়েছে। তিনজনেই নিজেদের দোষ স্বীকার করে এই শাস্তি মেনে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত