Ajker Patrika

পিসিবিকে সফর বাতিলের ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

আপডেট : ১৯ মে ২০২২, ১৭: ০০
পিসিবিকে সফর বাতিলের ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

গত বছরের সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে এসেও সিরিজ না খেলে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। 

ক্ষতিপূরণের পরিমাণ কত তা জানানো না হলেও সূত্র বলছে, পিসিবি এখন আগামী বছরের নিউজিল্যান্ডের পাকিস্তান সফর থেকে বিপুল পরিমাণ লভ্যাংশ ঘরে তুলতে পারবে, যেখানে সাদা বলের ১০টি ম্যাচ খেলার কথা রয়েছে। 

এই ক্ষতিপূরণ প্রদানের মধ্য দিয়ে দুই বোর্ডের শীতল হয়ে পড়া সম্পর্কও ফের উষ্ণ হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে আগামী অক্টোবরে বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ডের প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারেও সম্মতি দিতে যাচ্ছে পিসিবি। 

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়সূচি নির্ধারণ করার পর পিসিবি নিউজিল্যান্ডের প্রস্তাবিত সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখ ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে নিরাপত্তার কথা বলে সফর বাতিল করে দেশে ফিরে যায়। কিউই বোর্ডের এভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি পিসিবি। তবে এবার নতুন করে সম্পর্ক মেরামতে জোর দিচ্ছে দুই বোর্ড। 

খেলা সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত