ক্রীড়া ডেস্ক
ছেলেদের যুব এশিয়া কাপ জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মেয়েরাও। শ্রীলঙ্কার পর আজ মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই দাপুটে জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে গেছে সুপার ফোরে।
কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-সাদিয়া আক্তারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিশিতা আক্তারের ঘূর্ণিকে নাকাল হয়ে মালয়েশিয়া গুটিয়ে যায় ২৯ রানেই।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার ইনিংসটা হয়ে গেল মোবাইল নম্বরের মতো। ১১ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের ১১ ব্যাটারের ইনিংস—৫, ০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১, ০। আগের দিন লঙ্কানদের বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন নিশিতা। আজ মাত্র ৩ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট।
তার আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভার উদ্বোধনী জুটিতে তুলে ৪৫ রান। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা। তারপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা সুবিধা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মাওয়া, ১৯ বলে ৩১ রান আসে সাদিয়ার ব্যাট থেকে। বাংলাদেশ পায় ১৪৯ রানের ভালো স্কোর।
মালয়েশিয়ার মারস্যা কিস্তিনা বিনতি আবদুল্লাহ নিয়েছেন ৩টি উইকেট। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজ গ্রুপ থেকে ওঠা দল এবং ‘এ’ গ্রুপ থেকে ওঠা অন্য দুই দলের বিপক্ষেও খেলতে হবে। সেই গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।
ছেলেদের যুব এশিয়া কাপ জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মেয়েরাও। শ্রীলঙ্কার পর আজ মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই দাপুটে জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে গেছে সুপার ফোরে।
কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-সাদিয়া আক্তারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিশিতা আক্তারের ঘূর্ণিকে নাকাল হয়ে মালয়েশিয়া গুটিয়ে যায় ২৯ রানেই।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার ইনিংসটা হয়ে গেল মোবাইল নম্বরের মতো। ১১ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের ১১ ব্যাটারের ইনিংস—৫, ০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১, ০। আগের দিন লঙ্কানদের বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন নিশিতা। আজ মাত্র ৩ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট।
তার আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভার উদ্বোধনী জুটিতে তুলে ৪৫ রান। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা। তারপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা সুবিধা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মাওয়া, ১৯ বলে ৩১ রান আসে সাদিয়ার ব্যাট থেকে। বাংলাদেশ পায় ১৪৯ রানের ভালো স্কোর।
মালয়েশিয়ার মারস্যা কিস্তিনা বিনতি আবদুল্লাহ নিয়েছেন ৩টি উইকেট। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজ গ্রুপ থেকে ওঠা দল এবং ‘এ’ গ্রুপ থেকে ওঠা অন্য দুই দলের বিপক্ষেও খেলতে হবে। সেই গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।
২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
১১ মিনিট আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৩৫ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৪৪ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
১ ঘণ্টা আগে