Ajker Patrika

অন্য দলগুলো পাকিস্তানের বিপক্ষে খেলতে একদিন লাইন দেবে, বললেন রমিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১২
অন্য দলগুলো পাকিস্তানের বিপক্ষে খেলতে একদিন লাইন দেবে, বললেন রমিজ

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই দেশটিতে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। রমিজ মনে করেন, নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্ত পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে এই চাপ সামলে পাল্টা চ্যালেঞ্জ জানানোর বার্তা দিয়েছেন ৫৯ বছর বয়সী রমিজ।

নিরাপত্তার শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পর বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দেশটিতে অক্টোবরে ইংল্যান্ড ও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া সফরের পাশেও বসে গেছে বড় প্রশ্ন চিহ্ন। তারা এরই মধ্যে জানিয়েছে, সফরের পরিকল্পনা ও নিরাপত্তার বিষয়টি তারা নতুন করে পর্যবেক্ষণ করবে।

এই সবকিছু নিয়ে ক্ষোভ ঝেড়েছেন রমিজ। এক ভিডিও বার্তায় রমিজ পাকিস্তানের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে বলেছেন, ‘এই হতাশা দূর করার ভালো উপায় বিশ্বকাপে দারুণ কিছু করা। আমরা যখন বিশ্বমানের দল হয়ে উঠব, অন্য দলগুলো তখন আমাদের বিপক্ষে খেলতে লাইন দেবে। তাই আমি চাই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাই। হতাশ হওয়ার কিছু নেই।’

রমিজের মতে, নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তের পর বেশ চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট। তবে এতে অবশ্য তিনি দমে যাচ্ছেন না। এই চ্যালেঞ্জ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার বার্তা দিয়েছেন, ‘অনেক চাপ তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেটে। বিশেষ করে ঘরের মাঠে। আমরা যে বিশ্বকে চ্যালেঞ্জ করি, তার ভিত্তি হচ্ছে টিকে থাকতে লড়াই করার ক্ষমতা। তাই পাকিস্তান ক্রিকেট যদি আবারও চাপের মধ্যে পড়ে এমন পরিস্থিতি তৈরি হয়, আমরা তাদের চ্যালেঞ্জ জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত