Ajker Patrika

লিস্ট ‘এ’ তে ব্যক্তিগত সর্বোচ্চ ও টানা সেঞ্চুরির বিশ্ব রেকর্ড 

লিস্ট ‘এ’ তে ব্যক্তিগত সর্বোচ্চ ও টানা সেঞ্চুরির বিশ্ব রেকর্ড 

লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও টানা সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখিয়েছেন নারায়ণ জগদিশান। আজ বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রান করেন জগদিশান। তিনি ২৫ চার ও ১৫ ছক্কায় সাজান ইনিংসটি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সারের অ্যালিস্টার ব্রাউনের। ২০০২ সালে গ্ল্যামরগনের বিপক্ষে ওভালে ১৬০ বলে ২৬৮ রানের ইনিংস খেলেছিলেন ব্রাউন। 

একই সঙ্গে টানা পাঁচটি লিস্ট ‘এ’ সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটারও বনে গেছেন জগদিশান। এই সেঞ্চুরিটি তাঁর টানা পঞ্চম সেঞ্চুরি। ভেঙে দিয়েছেন ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার রেকর্ড। নিজের শেষ বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। সাঙ্গাকারা ছাড়াও টানা চারটি সেঞ্চুরি করেছেন আলভিরো পিটারসেন ও দেবদূত পাড়িক্কাল।

জগদিশান পাঁচ সেঞ্চুরির প্রথমটি করেন হরিয়ানার বিপক্ষে। ১২৮ রান করেন সেদিন। এরপর অন্ধ্র প্রদেশের বিপক্ষে অপরাজিত ১১৪, ছত্তিশগড়ের বিপক্ষে ১০৭ ও গোয়ার বিপক্ষে ১৬৮ রানের ইনিংস খেলেছিলেন। ২৭৭ রানের ইনিংসে তিনি ভেঙে দিয়েছেন ব্রাউন, রোহিত শর্মা, ডি’আর্চি শর্ট ও শিখর ধাওয়ানের সর্বোচ্চ রানের রেকর্ড। 

জগদিশানের ২৭৭ রানের ইনিংসে ভর করে তামিলনাড়ু ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই প্রথম কোনো দল স্কোরবোর্ডে ৫০০ তুলল। এই রান তাড়া করতে নেমে মাত্র ৭২ রানে অলআউট হয়েছে অরুণাচল। ৪৩৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিলনাড়ু। এই ইনিংসের মধ্য দিয়ে বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে জগদিশানের রান এখন ৬২৪। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে আছেন তিনি। 

সর্বশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন জগদিশান। এবার তাঁকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সুযোগ থাকছে তাঁকে দলে ভেড়ানোর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত