ক্রীড়া ডেস্ক
দুই মাস পর এল আরও এক ঈদ। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছেন ঈদুল আজহা। এমন উৎসবের দিনে অনেকে পরিবার পরিজনদের নিয়ে সময় কাটাচ্ছেন। অনেকের বাসায় ঈদ উপলক্ষ্যে নানারকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটার-ফুটবলাররা আজ ঈদের আনন্দ উপভোগ করছেন নিজেদের মতো করে। তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা পরিবার পরিজন-বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তবে তাওহীদ হৃদয় সপরিবারে ঈদ উদযাপন করতে পারছেন না। কারণ, তাঁর বাবা পবিত্র হজ পালন করতে গিয়েছেন সৌদি আরবের মক্কা নগরীতে। সামাজিক মাধ্যমে আজ বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন হৃদয়। বাবার ছবি দিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২৪ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘মিস করছি তোমাকে আব্বা। মহান আল্লাহপাক যেন তোমার হজ কবুল করে নেয়। ছুম্মা আমিন। ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি।’
শুধু হৃদয়ের বাবাই নন, তাইজুলের পরিবারও হজ পালন করতে এখন মক্কায়। তাইজুল ফেসবুকে গত রাতে মক্কায় অবস্থানরত তাঁর মা-বাবার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আর তাসকিন রমজানের ঈদের মতো কোরবানির ঈদও পরিবারের সঙ্গে উদযাপন করছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই পেসার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী-রাকিব হাসানরা আজ তাই ঈদুল আজহা উদযাপন করেছেন দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে ফুটবলারদের সাদা পাঞ্জাবি পরতে দেখা গেছে। ঈদের দিনে সবাই আছেন হাসিমুখে। যার মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামজা, রাকিব , মেহেদী হাসান শ্রাবণ, সুমন রেজা, রহমত মিয়া, ঈসা ফয়সাল—এই ছয়জন একত্রিত হয়ে টিম হোটেলে ছবি তুলেছেন।
হৃদয় গত বছর কোরবানির ঈদের সময় দেশে থাকতে পারেননি। কারণ, তখন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। সুদূর প্রবাসেই তখন ঈদ উদযাপন করতে হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। তখন এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন হৃদয়।
আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।
দুই মাস পর এল আরও এক ঈদ। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছেন ঈদুল আজহা। এমন উৎসবের দিনে অনেকে পরিবার পরিজনদের নিয়ে সময় কাটাচ্ছেন। অনেকের বাসায় ঈদ উপলক্ষ্যে নানারকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটার-ফুটবলাররা আজ ঈদের আনন্দ উপভোগ করছেন নিজেদের মতো করে। তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা পরিবার পরিজন-বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তবে তাওহীদ হৃদয় সপরিবারে ঈদ উদযাপন করতে পারছেন না। কারণ, তাঁর বাবা পবিত্র হজ পালন করতে গিয়েছেন সৌদি আরবের মক্কা নগরীতে। সামাজিক মাধ্যমে আজ বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন হৃদয়। বাবার ছবি দিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২৪ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘মিস করছি তোমাকে আব্বা। মহান আল্লাহপাক যেন তোমার হজ কবুল করে নেয়। ছুম্মা আমিন। ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি।’
শুধু হৃদয়ের বাবাই নন, তাইজুলের পরিবারও হজ পালন করতে এখন মক্কায়। তাইজুল ফেসবুকে গত রাতে মক্কায় অবস্থানরত তাঁর মা-বাবার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আর তাসকিন রমজানের ঈদের মতো কোরবানির ঈদও পরিবারের সঙ্গে উদযাপন করছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই পেসার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী-রাকিব হাসানরা আজ তাই ঈদুল আজহা উদযাপন করেছেন দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে ফুটবলারদের সাদা পাঞ্জাবি পরতে দেখা গেছে। ঈদের দিনে সবাই আছেন হাসিমুখে। যার মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামজা, রাকিব , মেহেদী হাসান শ্রাবণ, সুমন রেজা, রহমত মিয়া, ঈসা ফয়সাল—এই ছয়জন একত্রিত হয়ে টিম হোটেলে ছবি তুলেছেন।
হৃদয় গত বছর কোরবানির ঈদের সময় দেশে থাকতে পারেননি। কারণ, তখন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। সুদূর প্রবাসেই তখন ঈদ উদযাপন করতে হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। তখন এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন হৃদয়।
আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে