নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানে ইতিহাস গড়ে গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেও যে দম ফেলার সময় নেই বাংলাদেশ দলের। এ মাসেই আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্তদের উড়াল দিতে হবে ভারতে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। সেখানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে সব উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ভারতও বাংলাদেশের পেস শক্তি নিয়ে যে গবেষণা করবে, সেটা না বললেও চলছে। ভারতকে নিয়ে কৌশলগত পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশ চালাবে বলে মনে করেন বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ। তারেক বলেন,‘আমরা এখন অনুশীলনে ভিন্নতা এনেছি। চেষ্টা করা হচ্ছে ম্যাচের আবহে প্রস্তুতি নেওয়ার। বড় বড় সিরিজে ক্রিকেটারদের নিবেদনে অনেক সময় ঘাটতি দেখা যায়। এবারের প্রস্তুতিতে সেসব নিয়েও কাজ হচ্ছে। যাতে সিরিজে ক্রিকেটারদের সামর্থ্যের নিবেদন নিয়ে যেন প্রশ্ন না থাকে।’
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। কানপুরে দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টিতে কোন কৌশলে ভারতকে ঘায়েল করতে হবে, সেই টোটকাও দিয়েছেন তারেক, ‘সাধারণ ক্রিকেট খেললেও ১৪০ হবে রান। ভারতের সঙ্গে জিততে হলে অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে। ম্যাচের পরিস্থিতিতে হিসাব–নিকাশ//////// থাকে। এসব পরিকল্পনায় বদল এনে প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে লম্বা সময় ব্যাটিং করানো হচ্ছে। বোলারদের ডেথ ওভার, পাওয়ার প্লেতে কেমন বোলিং করবে, সে দীক্ষাও দেওয়া হচ্ছে।’
পাকিস্তান সিরিজের আগে দেশের কয়েক ভেন্যুতে কয়েক মাসের প্রস্তুতি পরিকল্পনা দারুণ কাজে লেগেছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, মুমিনুল হকদের। বাংলাদেশের প্রস্তুতিতে হেড কোচ হাথুরুসিংহের প্রস্তুতি পরিকল্পনা দারুণ বলে জানান আজিজ। হাথুরুসিংহের পরিকল্পনায় বিসিবি জাতীয় কোচদের সম্পৃক্ত করলে বিসিবি ও স্থানীয় ক্রিকেটাররা বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন আজিজ। বিসিবি পেস বোলিং কোচ জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সবাই ৮ সেপ্টেম্বর যোগ দেবেন।
পাকিস্তানে ইতিহাস গড়ে গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেও যে দম ফেলার সময় নেই বাংলাদেশ দলের। এ মাসেই আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্তদের উড়াল দিতে হবে ভারতে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। সেখানে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে এক ইনিংসে সব উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ভারতও বাংলাদেশের পেস শক্তি নিয়ে যে গবেষণা করবে, সেটা না বললেও চলছে। ভারতকে নিয়ে কৌশলগত পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশ চালাবে বলে মনে করেন বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ। তারেক বলেন,‘আমরা এখন অনুশীলনে ভিন্নতা এনেছি। চেষ্টা করা হচ্ছে ম্যাচের আবহে প্রস্তুতি নেওয়ার। বড় বড় সিরিজে ক্রিকেটারদের নিবেদনে অনেক সময় ঘাটতি দেখা যায়। এবারের প্রস্তুতিতে সেসব নিয়েও কাজ হচ্ছে। যাতে সিরিজে ক্রিকেটারদের সামর্থ্যের নিবেদন নিয়ে যেন প্রশ্ন না থাকে।’
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। কানপুরে দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে ৬, ৯ ও ১২ অক্টোবর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টিতে কোন কৌশলে ভারতকে ঘায়েল করতে হবে, সেই টোটকাও দিয়েছেন তারেক, ‘সাধারণ ক্রিকেট খেললেও ১৪০ হবে রান। ভারতের সঙ্গে জিততে হলে অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে। ম্যাচের পরিস্থিতিতে হিসাব–নিকাশ//////// থাকে। এসব পরিকল্পনায় বদল এনে প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে লম্বা সময় ব্যাটিং করানো হচ্ছে। বোলারদের ডেথ ওভার, পাওয়ার প্লেতে কেমন বোলিং করবে, সে দীক্ষাও দেওয়া হচ্ছে।’
পাকিস্তান সিরিজের আগে দেশের কয়েক ভেন্যুতে কয়েক মাসের প্রস্তুতি পরিকল্পনা দারুণ কাজে লেগেছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, মুমিনুল হকদের। বাংলাদেশের প্রস্তুতিতে হেড কোচ হাথুরুসিংহের প্রস্তুতি পরিকল্পনা দারুণ বলে জানান আজিজ। হাথুরুসিংহের পরিকল্পনায় বিসিবি জাতীয় কোচদের সম্পৃক্ত করলে বিসিবি ও স্থানীয় ক্রিকেটাররা বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন আজিজ। বিসিবি পেস বোলিং কোচ জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সবাই ৮ সেপ্টেম্বর যোগ দেবেন।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৮ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৮ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
১২ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
১২ ঘণ্টা আগে