নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাগ্যকে যেন সঙ্গে নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা। দুইবার আউট হতে হতেও বেঁচে ফিরেছেন। প্রথমে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। দ্বিতীয়বার মুশফিকুর রহিমের হাত থেকে।
করুণারত্নকে আউটের পর তখন একটি উইকেটের খোঁজে হতাশা বাড়ছিল বাংলাদেশের। হাসান মাহমুদের বলটা নিশাঙ্কার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কোনো স্লিপ নেই, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বল গ্লাভসে পড়লেও জমাতে পারেননি মুশফিক। শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান শরীফুল ইসলাম।
শরীফুলের স্লোয়ার বলটায় ব্যাট নামাতে বেশ দেরিই করে ফেলেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসন এলবিডব্লিউর আউট দিলেও রিভিউ নেন। তবে এ যাত্রায় আর বাঁচা হয়নি নিশাঙ্কার। মেন্ডিসের সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি তাতে। ৩৬ রানে মুশফিকের হাত থেকে জীবন পাওয়া নিশাঙ্কা শেষ পর্যন্ত আউট হন ৪০ রানে।
সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মেন্ডিসও। তাঁকেও শিকার বানিয়েছেন শরীফুল। আউট হওয়ার আগে ভাগ্যকে পাশে পেয়েছেন তিনিও। শরীফুলের বলেই ২৯ রানে শামীম পাটোয়ারির হাত থেকে জীবন পান মেন্ডিস। সেবার শর্ট বলে ক্যাচ তুলেছিলেন, আউট হওয়া বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন শরীফুল। লেংথও কমিয়ে করেন। ব্যাট চালালেও ডিপ থার্ডম্যানে তাসকিনের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ২৪ তম ফিফটি পূর্ণ করেন মেন্ডিস।
দুই থিতু ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেই চাপ আরও বাড়িয়েছেন তাসকিন। দলীয় ১৪৪ রানে চারিথ আসালঙ্কাকে সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।
ভাগ্যকে যেন সঙ্গে নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা। দুইবার আউট হতে হতেও বেঁচে ফিরেছেন। প্রথমে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। দ্বিতীয়বার মুশফিকুর রহিমের হাত থেকে।
করুণারত্নকে আউটের পর তখন একটি উইকেটের খোঁজে হতাশা বাড়ছিল বাংলাদেশের। হাসান মাহমুদের বলটা নিশাঙ্কার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কোনো স্লিপ নেই, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বল গ্লাভসে পড়লেও জমাতে পারেননি মুশফিক। শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান শরীফুল ইসলাম।
শরীফুলের স্লোয়ার বলটায় ব্যাট নামাতে বেশ দেরিই করে ফেলেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসন এলবিডব্লিউর আউট দিলেও রিভিউ নেন। তবে এ যাত্রায় আর বাঁচা হয়নি নিশাঙ্কার। মেন্ডিসের সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি তাতে। ৩৬ রানে মুশফিকের হাত থেকে জীবন পাওয়া নিশাঙ্কা শেষ পর্যন্ত আউট হন ৪০ রানে।
সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মেন্ডিসও। তাঁকেও শিকার বানিয়েছেন শরীফুল। আউট হওয়ার আগে ভাগ্যকে পাশে পেয়েছেন তিনিও। শরীফুলের বলেই ২৯ রানে শামীম পাটোয়ারির হাত থেকে জীবন পান মেন্ডিস। সেবার শর্ট বলে ক্যাচ তুলেছিলেন, আউট হওয়া বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন শরীফুল। লেংথও কমিয়ে করেন। ব্যাট চালালেও ডিপ থার্ডম্যানে তাসকিনের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ২৪ তম ফিফটি পূর্ণ করেন মেন্ডিস।
দুই থিতু ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেই চাপ আরও বাড়িয়েছেন তাসকিন। দলীয় ১৪৪ রানে চারিথ আসালঙ্কাকে সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৪ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৮ ঘণ্টা আগে