Ajker Patrika

শরীফুলের তোপে চাপে লঙ্কানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শরীফুলের তোপে চাপে লঙ্কানরা

ভাগ্যকে যেন সঙ্গে নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা। দুইবার আউট হতে হতেও বেঁচে ফিরেছেন। প্রথমে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। দ্বিতীয়বার মুশফিকুর রহিমের হাত থেকে। 

করুণারত্নকে আউটের পর তখন একটি উইকেটের খোঁজে হতাশা বাড়ছিল বাংলাদেশের। হাসান মাহমুদের বলটা নিশাঙ্কার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কোনো স্লিপ নেই, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বল গ্লাভসে পড়লেও জমাতে পারেননি মুশফিক। শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান শরীফুল ইসলাম। 

শরীফুলের স্লোয়ার বলটায় ব্যাট নামাতে বেশ দেরিই করে ফেলেন নিশাঙ্কা। আম্পায়ার পল উইলসন এলবিডব্লিউর আউট দিলেও রিভিউ নেন। তবে এ যাত্রায় আর বাঁচা হয়নি নিশাঙ্কার। মেন্ডিসের সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি তাতে। ৩৬ রানে মুশফিকের হাত থেকে জীবন পাওয়া নিশাঙ্কা শেষ পর্যন্ত আউট হন ৪০ রানে। 

সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মেন্ডিসও। তাঁকেও শিকার বানিয়েছেন শরীফুল। আউট হওয়ার আগে ভাগ্যকে পাশে পেয়েছেন তিনিও। শরীফুলের বলেই ২৯ রানে শামীম পাটোয়ারির হাত থেকে জীবন পান মেন্ডিস। সেবার শর্ট বলে ক্যাচ তুলেছিলেন, আউট হওয়া বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন শরীফুল। লেংথও কমিয়ে করেন। ব্যাট চালালেও ডিপ থার্ডম্যানে তাসকিনের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ২৪ তম ফিফটি পূর্ণ করেন মেন্ডিস। 

দুই থিতু ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেই চাপ আরও বাড়িয়েছেন তাসকিন। দলীয় ১৪৪ রানে চারিথ আসালঙ্কাকে সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত