Ajker Patrika

কানপুরে মাঝামাঝি অবস্থানে আছে বাংলাদেশ, বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি খেলোয়াড়েরা। হয়নি একটি বলও। অনেকক্ষণ অপেক্ষার পর পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা। 

দিনের খেলা বাতিল হওয়ায় খেলোয়াড় হিসেবে হতাশ নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে খুবই হতাশার একটা ব্যাপার। কারণ, অনেক কষ্ট করেই খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। পরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিনেও খেলা হয়নি। সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে এটা অবশ্যই হতাশার। তবে আসলে কিছু করারও নেই। এটা আসলে আমাদের নিয়ন্ত্রণও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’ 

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরু হয়েছিল দেরিতে। এরপর টসে হেরে ব্যাটিংয়ে নেমে গতকাল ৩ উইকেটে ১০৭ রানে প্রথম দিন পার করে বাংলাদেশ। শুরুটা দেখেশুনে খেলার আভাস দিলেও দ্রুত বিদায় নেন দুই ওপেনার। এরপর ধাক্কাটা সামলে নেন মুমিনুল হক ও শান্ত। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ফিরেছেন গতকালকেই। তিনি মনে করেন বাংলাদেশ প্রথম দিনে একটি উইকেট বেশি হারিয়েছে। 

এ নিয়ে শান্ত আজ বলেছেন, ‘আমার মনে হয়, একটি উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি...শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে, খুব খারাপ অবস্থানে আছি, যে উইকেটে আমরা খেলছি। আমাদের এখনো অনেক ব্যাটার আছে। এখান থেকে যদি দুইটা বড় জুটি হয়, ভালো অবস্থানে যাব। তবে এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমার মনে হয় যে, মাঝামাঝি একটা অবস্থানে আছি।’ 

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বৃষ্টি। কানপুরের উইকেট ভালো থাকলেও এই বৃষ্টি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জের হতে পারে মনে করেন শান্ত, ‘উইকেট ভালোই ছিল। আমার মনে হয়, চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। কারণ, লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকে। সুতরাং এটা মাথায় নিয়ে ব্যাটাররা ব্যাটিং করছে। যেটা একটা কঠিন ব্যাপার। তা ছাড়া আমি বলব যে, উইকেট বেশ ভালো ছিল। তবে আমাদের সামনে হয়তো তৃতীয় দিন, চতুর্থ দিন বৃষ্টি—ওই রকম রোদও থাকছে না, সে ক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে, পরে যখন খেলা শুরু হবে তখন দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত