Ajker Patrika

আসছে যুবরাজের বায়োপিক, কী থাকছে সেখানে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

তারকা ক্রিকেটারদের আত্মজীবনী নিয়ে সিনেমা তৈরি করা তো নতুন কিছু নয়। মহেন্দ্র সিং ধোনি, মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তিদের বায়োপিক এরই মধ্যে বানানো হয়েছে। এবার আসছে ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বায়োপিক।   

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুবরাজের বায়োপিকের ব্যাপারটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান টি সিরিজের প্রধান ভুষন কুমার নিশ্চিত করেছেন। যুবরাজের ক্যারিয়ার ও জীবনের নানা ঘটনা, মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিবন্ধকতা ঠেলে কীভাবে জয়লাভ করেছেন, সেগুলো থাকবে বলে ভুষন জানিয়েছেন। যুবরাজের বায়োপিকের নাম এবং সেটার পরিচালক ও অভিনয় শিল্পীদের নাম অবশ্য এখনো জানা যায়নি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারা প্রথম ব্যাটার হলেন যুবরাজ। ভারতের বাঁহাতি ব্যাটার ডারবানে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে মেরেছেন ৬ ছক্কা। ক্যানসার আক্রান্ত হয়েও চালিয়ে গেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। অলরাউন্ড নৈপুণ্যে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ২৮ বছরের অপেক্ষা শেষে ভারত জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় অলরাউন্ডারের বায়োপিক নিয়ে ভুষন বলেছেন, ‘যুবরাজ সিংয়ের জীবনটা ধৈর্য, চ্যাম্পিয়ন ও প্যাশনের সম্মিলিত গল্প। আশা জাগানিয়া ক্রিকেটার থেকে ক্রিকেটের নায়ক হয়ে ওঠা, এরপর তিনি বাস্তব জীবনেও নায়ক হয়েছেন। সত্যিই তা অনুপ্রেরণার। এমন গল্প প্রকাশ করতে পেরে সত্যিই রোমাঞ্চিত আমি। বড় পর্দায় তাঁর এই গল্প সত্যিই দেখা যায়। তার অসাধারণ অর্জনগুলো উদযাপনের সুযোগ এটাই।’ 

২০১১ বিশ্বকাপের পরপরই ‘মিডিয়াস্ট্যানিয়াল সেমিনোমা ক্যানসারে’ আক্রান্ত হয়েছিলেন যুবরাজ। যা তাঁর বুক ও ফুসফুসের মাঝে টিস্যু চলাচলে বাধাগ্রস্ত হয়েছিল। ক্যানসার আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বোস্টন ও ইন্ডিয়ানাপোলিসে কেমোথেরাপি হয়েছিল তাঁর। কেমোথেরাপি সফল হওয়ার পর ২০১২ সালে ক্রিকেটে ফেরেন ভারতীয় অলরাউন্ডার। খেলেছেন ইংল্যান্ডে এ বছরের জুলাইয়ে অনুষ্ঠিত লিজেন্ডস বিশ্বকাপেও। যুবরাজের বায়োপিক নিয়ে ভুষনের সঙ্গে যৌথভাবে কাজ করতে থাকা রবি ভাগচাঁদকা বলেন, ‘যুবরাজ অনেক বছর ধরেই প্রিয় বন্ধু। তিনি তাঁর অসাধারণ ক্রিকেট যাত্রাকে চলচ্চিত্রে পরিণত করার অনুবাদের কাজে আমাদের ওপর ভরসা রেখেছেন। যুবি শুধুই বিশ্ব চ্যাম্পিয়ন নন, সত্যিকারের এক কিংবদন্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত