অনলাইন ডেস্ক
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
দলের প্রতিনিধি হয়ে আগের দিন সংবাদমাধ্যমকে তাই একটু ঘুরিয়ে এই চাওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, ‘এখনো সুযোগ আছে আমাদের। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ বাকি। তবে ব্যাকফুটে থাকায় দুটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরের ম্যাচটার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
তা গুরুত্ব যতই দিক বাংলাদেশের ক্রিকেটাররা, মাঠে নেমে ম্যাচ পরিস্থিতির দাবি মেনে মিরাজ, শান্তরা খেলতে না পারলে কাজের কাছ কিছুই হবে না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর জেতার মতো অবস্থায় থেকে বাংলাদেশের হার দেখে সেদিন বানরের তৈলাক্ত বাঁশের মাথায় ওঠার গল্পটাই মাথায় এসেছিল। ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতোই কষ্ট করে ২৩৫ রানের পুঁজি গড়ে। আর বাংলাদেশের ইনিংসটি ছিল বাঁশের ওপরের দিক থেকে বানরের নিচে নামার মতো; তখন বাঁশে তেল লেগে ছিল বলেই নিচে নামাটা দ্রুত হয়েছে। ভাবা যায়, ২ উইকেটে ১২০ রান তোলার পর পরের ২৩ রানেই শেষ বাংলাদেশের ৮ উইকেট।
আগের ম্যাচে মিরাজ অবশ্য স্বীকার করে নিলেন, তাঁরা ভুল করেছেন; তিনি ও শান্ত উইকেট থিতু হওয়ার পরও খেলা চালিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আর থিতু ব্যাটাররাই যখন ব্যর্থ, তখন পরের ব্যাটারদের আসা-যাওয়ার কৈফিয়ত তলবের মানে হয় না! তবে ভুল শুধরেই আজ মরু শারজায় সিরিজ বাঁচানোর শেষ সুযোগটাকে কাজে লাগাতে চান মিরাজ, ‘অনেক দিন পর খেলেছি এই মাঠে, একটা আইডিয়া হয়েছে। মোমেন্টাম কীভাবে ধরে রাখতে হবে, সেটা আমরা অনুশীলন করছি।’
এমনিতেই নড়বড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ, তার ওপর দুঃসংবাদ আঙুলের চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহিম। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনিককে।
বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
দলের প্রতিনিধি হয়ে আগের দিন সংবাদমাধ্যমকে তাই একটু ঘুরিয়ে এই চাওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, ‘এখনো সুযোগ আছে আমাদের। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ বাকি। তবে ব্যাকফুটে থাকায় দুটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরের ম্যাচটার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
তা গুরুত্ব যতই দিক বাংলাদেশের ক্রিকেটাররা, মাঠে নেমে ম্যাচ পরিস্থিতির দাবি মেনে মিরাজ, শান্তরা খেলতে না পারলে কাজের কাছ কিছুই হবে না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর জেতার মতো অবস্থায় থেকে বাংলাদেশের হার দেখে সেদিন বানরের তৈলাক্ত বাঁশের মাথায় ওঠার গল্পটাই মাথায় এসেছিল। ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতোই কষ্ট করে ২৩৫ রানের পুঁজি গড়ে। আর বাংলাদেশের ইনিংসটি ছিল বাঁশের ওপরের দিক থেকে বানরের নিচে নামার মতো; তখন বাঁশে তেল লেগে ছিল বলেই নিচে নামাটা দ্রুত হয়েছে। ভাবা যায়, ২ উইকেটে ১২০ রান তোলার পর পরের ২৩ রানেই শেষ বাংলাদেশের ৮ উইকেট।
আগের ম্যাচে মিরাজ অবশ্য স্বীকার করে নিলেন, তাঁরা ভুল করেছেন; তিনি ও শান্ত উইকেট থিতু হওয়ার পরও খেলা চালিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আর থিতু ব্যাটাররাই যখন ব্যর্থ, তখন পরের ব্যাটারদের আসা-যাওয়ার কৈফিয়ত তলবের মানে হয় না! তবে ভুল শুধরেই আজ মরু শারজায় সিরিজ বাঁচানোর শেষ সুযোগটাকে কাজে লাগাতে চান মিরাজ, ‘অনেক দিন পর খেলেছি এই মাঠে, একটা আইডিয়া হয়েছে। মোমেন্টাম কীভাবে ধরে রাখতে হবে, সেটা আমরা অনুশীলন করছি।’
এমনিতেই নড়বড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ, তার ওপর দুঃসংবাদ আঙুলের চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহিম। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনিককে।
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে