Ajker Patrika

আজই শান্তদের শেষ সুযোগ

অনলাইন ডেস্ক
সিরিজে ফেরার শেষ সুযোগ শান্তদের। ছবি: বিসিবি
সিরিজে ফেরার শেষ সুযোগ শান্তদের। ছবি: বিসিবি

বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

দলের প্রতিনিধি হয়ে আগের দিন সংবাদমাধ্যমকে তাই একটু ঘুরিয়ে এই চাওয়ার কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, ‘এখনো সুযোগ আছে আমাদের। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ বাকি। তবে ব্যাকফুটে থাকায় দুটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরের ম্যাচটার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’

তা গুরুত্ব যতই দিক বাংলাদেশের ক্রিকেটাররা, মাঠে নেমে ম্যাচ পরিস্থিতির দাবি মেনে মিরাজ, শান্তরা খেলতে না পারলে কাজের কাছ কিছুই হবে না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, আর জেতার মতো অবস্থায় থেকে বাংলাদেশের হার দেখে সেদিন বানরের তৈলাক্ত বাঁশের মাথায় ওঠার গল্পটাই মাথায় এসেছিল। ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান বানরের তৈলাক্ত বাঁশে ওঠার মতোই কষ্ট করে ২৩৫ রানের পুঁজি গড়ে। আর বাংলাদেশের ইনিংসটি ছিল বাঁশের ওপরের দিক থেকে বানরের নিচে নামার মতো; তখন বাঁশে তেল লেগে ছিল বলেই নিচে নামাটা দ্রুত হয়েছে। ভাবা যায়, ২ উইকেটে ১২০ রান তোলার পর পরের ২৩ রানেই শেষ বাংলাদেশের ৮ উইকেট।

আগের ম্যাচে মিরাজ অবশ্য স্বীকার করে নিলেন, তাঁরা ভুল করেছেন; তিনি ও শান্ত উইকেট থিতু হওয়ার পরও খেলা চালিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আর থিতু ব্যাটাররাই যখন ব্যর্থ, তখন পরের ব্যাটারদের আসা-যাওয়ার কৈফিয়ত তলবের মানে হয় না! তবে ভুল শুধরেই আজ মরু শারজায় সিরিজ বাঁচানোর শেষ সুযোগটাকে কাজে লাগাতে চান মিরাজ, ‘অনেক দিন পর খেলেছি এই মাঠে, একটা আইডিয়া হয়েছে। মোমেন্টাম কীভাবে ধরে রাখতে হবে, সেটা আমরা অনুশীলন করছি।’

এমনিতেই নড়বড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ, তার ওপর দুঃসংবাদ আঙুলের চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহিম। তাঁর জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে দলের একাদশে দেখা যেতে পারে জাকির আলী অনিককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত