Ajker Patrika

নেটে মুজিবকে খেলে আফগান সিরিজের প্রস্তুতি নিতে চান সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেটে মুজিবকে খেলে আফগান সিরিজের প্রস্তুতি নিতে চান সোহান

এবারের বিপিএল ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। ঢাকা পর্বে বরিশালের প্রথম তিন ম্যাচে ছিলেন না মুজিব। চট্টগ্রামে আজই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তাঁর। আগামী শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আফগান স্পিনারের এবারের বিপিএল যাত্রা শুরু হওয়ার কথা। 

বিপিএল-আইপিএল-বিগ ব্যাশ-পিএসএলসহ বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি মুজিবের। বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণের সঙ্গে চমকপ্রদ বৈচিত্র্য এর মধ্যে দারুণ সাড়া ফেলেছেন ২০ বছর বয়সী এই অফ স্পিনার। বাংলাদেশের ব্যাটারদের জন্যও এক রহস্যের নাম মুজিব। বিপিএল শেষ হলেই বাংলাদেশে আসবে আফগানরা। তিনটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলার কথা এই সফরে। 

এই সিরিজকে সামনে রেখে নেটে বেশি বেশি খেলে মুজিবকে আত্মস্থ করতে চান বরিশালের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আজ দলের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুজিবের প্রসঙ্গ উঠতে সোহান জানালেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটাররা যারা আছে, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’ 

ঢাকায় তিন ম্যাচের একটি জিতে চট্টগ্রাম গেছে বরিশাল। দল নিয়ে সোহান জানালেন, ‘শেষ দুটো ম্যাচ হেরে একটু পেছনে পড়ে গেছি। এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। উইকেট ভালো থাকলে একটা টি-টোয়েন্টি ম্যাচে সবাই বড় স্কোর আশা করে। অবশ্যই চেষ্টা করব আমরা যাতে একটা দল হিসেবে খেলতে পারি। যাতে আমরা আবার জয়ের ধারায় ফিরতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত