নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিং বিপর্যয় হলেই সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প বাংলাদেশের কম। ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের রেকর্ড তো আর কম নয়! তবে এবার হারারে টেস্টে অন্য এক বাংলাদেশ দলকেই দেখা গেল। খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ টেস্টটা জিতল, এই দৃঢ়তা বা ক্যারেক্টারই বেশি প্রশংসিত হয়েছে।
হারারের আগে বাংলাদেশ টেস্টে সর্বশেষ জয় পেয়েছিল দেশের মাঠে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেই টেস্টে ব্রেন্ডন টেলররা চতুর্থ দিনেই হার মেনেছিলেন। বাংলাদেশ টেস্টটা জিতেছিল ইনিংস ও ১০৬ রানে। জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য সব সময় কঠিন পরীক্ষাই দিতে হয়েছে বাংলাদেশকে।
এবার সফরের একমাত্র টেস্টের শুরুটাও বাংলাদেশকে কঠিন পরীক্ষা নিয়েছিল স্বাগতিকেরা। টস জিতে ব্যাটিংয়ে নামার পর ১৩২ রান তুলতেই ৬ উইকেট নেই মুমিনুলদের। সেখান থেকেই কী দারুণ প্রত্যাবর্তন! শেষের পাঁচ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৩৩৬ রান। প্রথমে লিটন–মাহমুদউল্লাহ মিলে ১৩৮ রানের জুটি। এরপর তাসকিনকে নিয়ে মাহমুদউল্লাহর ১৯১ রানের রেকর্ড জুটি। দ্বিতীয় ইনিংসে তো জিম্বাবুয়েকে কোনো সুযোগই দেননি সাদমান–নাজমুলরা। তিন তরুণ ব্যাটসম্যান মিলে যোগ করেছেন ২৮৪ রান। অতঃপর ২২০ রানের দারুণ জয়।
সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, বাংলাদেশের জন্য বড় বিজ্ঞাপন হয়ে থাকবে এই টেস্ট, ‘হারারে টেস্টে বাংলাদেশের এই প্রত্যাবর্তনটাই টেস্ট ক্রিকেটের আসল চরিত্র। টেস্ট ক্রিকেট সব সময়ই চূড়ান্ত পরীক্ষা নেবে। সব সময় কঠিন পরীক্ষা আসবে। সেটি থেকে বেরিয়ে চালকের আসনে যাওয়ার মানসিকতাই আসল। সেদিক দিয়ে বলব, হারারে টেস্টটা বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।’ যদিও একটা টেস্ট দেখে উপসংহারে আসতে চান না হাবিবুল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘সব সময় এই দৃঢ়তা দেখাতে হবে।’
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও এই টেস্ট থেকে খুঁজে পেয়েছেন অনেক ইতিবাচক দিক। সাকিব–মুশফিকদের গুরু বললেন, ‘গত কিছুদিনে আমরা টেস্টে ভালো করছিলাম না। এতে আত্মবিশ্বাসের অভাব ছিল। সেটার মধ্যেই এভাবে ঘুরে দাঁড়াতে দেখলাম। এটা খুব ভালো ব্যাপার ছিল।’
এই মানসিক দৃঢ়তা নিয়মিত দেখতে হলে টিম ম্যানেজমেন্টকেই এগিয়ে আসার পরামর্শ নাজমুল আবেদিনের, ‘খেলোয়াড়েরা নির্ভার মনে নিজের মতো করে খেলতে পারবে, খেলাটা উপভোগ করতে পারবে—এমন পরিবেশ যদি ম্যানেজমেন্ট তৈরি করতে পারে, নিয়মিত এই ক্যারেক্টার দেখা যাবে। আমাদের যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আছে।’
হারারে টেস্টটা ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প হলেও একটা আফসোস থেকে যাচ্ছে। মুমিনুল হক আর পাচ্ছেন না তাঁর ‘ক্রাইসিস ম্যান’ মাহমুদউল্লাহকে। হারারে টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশের এই তারকা ব্যাটসম্যান।
ব্যাটিং বিপর্যয় হলেই সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প বাংলাদেশের কম। ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের রেকর্ড তো আর কম নয়! তবে এবার হারারে টেস্টে অন্য এক বাংলাদেশ দলকেই দেখা গেল। খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ টেস্টটা জিতল, এই দৃঢ়তা বা ক্যারেক্টারই বেশি প্রশংসিত হয়েছে।
হারারের আগে বাংলাদেশ টেস্টে সর্বশেষ জয় পেয়েছিল দেশের মাঠে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেই টেস্টে ব্রেন্ডন টেলররা চতুর্থ দিনেই হার মেনেছিলেন। বাংলাদেশ টেস্টটা জিতেছিল ইনিংস ও ১০৬ রানে। জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য সব সময় কঠিন পরীক্ষাই দিতে হয়েছে বাংলাদেশকে।
এবার সফরের একমাত্র টেস্টের শুরুটাও বাংলাদেশকে কঠিন পরীক্ষা নিয়েছিল স্বাগতিকেরা। টস জিতে ব্যাটিংয়ে নামার পর ১৩২ রান তুলতেই ৬ উইকেট নেই মুমিনুলদের। সেখান থেকেই কী দারুণ প্রত্যাবর্তন! শেষের পাঁচ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৩৩৬ রান। প্রথমে লিটন–মাহমুদউল্লাহ মিলে ১৩৮ রানের জুটি। এরপর তাসকিনকে নিয়ে মাহমুদউল্লাহর ১৯১ রানের রেকর্ড জুটি। দ্বিতীয় ইনিংসে তো জিম্বাবুয়েকে কোনো সুযোগই দেননি সাদমান–নাজমুলরা। তিন তরুণ ব্যাটসম্যান মিলে যোগ করেছেন ২৮৪ রান। অতঃপর ২২০ রানের দারুণ জয়।
সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, বাংলাদেশের জন্য বড় বিজ্ঞাপন হয়ে থাকবে এই টেস্ট, ‘হারারে টেস্টে বাংলাদেশের এই প্রত্যাবর্তনটাই টেস্ট ক্রিকেটের আসল চরিত্র। টেস্ট ক্রিকেট সব সময়ই চূড়ান্ত পরীক্ষা নেবে। সব সময় কঠিন পরীক্ষা আসবে। সেটি থেকে বেরিয়ে চালকের আসনে যাওয়ার মানসিকতাই আসল। সেদিক দিয়ে বলব, হারারে টেস্টটা বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।’ যদিও একটা টেস্ট দেখে উপসংহারে আসতে চান না হাবিবুল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘সব সময় এই দৃঢ়তা দেখাতে হবে।’
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও এই টেস্ট থেকে খুঁজে পেয়েছেন অনেক ইতিবাচক দিক। সাকিব–মুশফিকদের গুরু বললেন, ‘গত কিছুদিনে আমরা টেস্টে ভালো করছিলাম না। এতে আত্মবিশ্বাসের অভাব ছিল। সেটার মধ্যেই এভাবে ঘুরে দাঁড়াতে দেখলাম। এটা খুব ভালো ব্যাপার ছিল।’
এই মানসিক দৃঢ়তা নিয়মিত দেখতে হলে টিম ম্যানেজমেন্টকেই এগিয়ে আসার পরামর্শ নাজমুল আবেদিনের, ‘খেলোয়াড়েরা নির্ভার মনে নিজের মতো করে খেলতে পারবে, খেলাটা উপভোগ করতে পারবে—এমন পরিবেশ যদি ম্যানেজমেন্ট তৈরি করতে পারে, নিয়মিত এই ক্যারেক্টার দেখা যাবে। আমাদের যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার আছে।’
হারারে টেস্টটা ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প হলেও একটা আফসোস থেকে যাচ্ছে। মুমিনুল হক আর পাচ্ছেন না তাঁর ‘ক্রাইসিস ম্যান’ মাহমুদউল্লাহকে। হারারে টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশের এই তারকা ব্যাটসম্যান।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে