দুই ওপেনারের দারুণ শুরুটা টানতে পারেননি ভারতের অন্য ব্যাটাররা। টানা তিন দিন ব্যাটিংয়ের ধকলের ছাপই যেন পড়েছে তাদের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২১৩ রানে অলআউট হয়েছে। অথচ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ৩৫৬ রান করেছিল রোহিত শর্মার দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগে। একাই নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার ওয়েল্লালেগের।
ভারতের প্রথম চার উইকেটই নিয়েছেন ওয়েল্লালেগে। এর মধ্যে গতকাল পাকিস্তান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেটও আছে। কোহলি ৩ ও রাহুল ৩৯ রান করেছেন। দুই ওপেনার এই বাঁহাতি স্পিনারের শিকার। বলতে গেলে, একাই ভারতের শক্তিশালী টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন ওয়েল্লালেগে। সব মিলিয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চরিথ আসালাঙ্কা। বাকি উইকেটটিও নেন আরেক স্পিনার মহীশ তিকশানা।
ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস ওপেনিং আর চতুর্থ উইকেট জুটি। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লিখেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি থেকে ৮০ রান। এই জুটি ভাঙে গিলের ১৯ রানের বিদায়ে। এরপর আউট হন কোহলি। এক রান পরেই কোহলিকে অনুসরণ করেছেন রোহিত। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন ভারত অধিনায়ক।
বিপর্যয়ের মাঝে চতুর্থ উইকেটে রাহুল ও ইশান কিষানের ৬৩ রানের জুটি। রাহুলের ৪৪ বলের ইনিংসে মাত্র দুটি চার। কিষান ৬১ বলে ৩৩ রান করেছেন। তাঁর ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা। এরপর শুধুই হতাশার গল্প। শেষ উইকেটে ২৭ রানের জুটি করে দলকে দুইশোর উপরে রান এনে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে অক্ষর করেন ২৬ রান। আর ৫ রানে অপরাজিত থাকেন সিরাজ।
দুই ওপেনারের দারুণ শুরুটা টানতে পারেননি ভারতের অন্য ব্যাটাররা। টানা তিন দিন ব্যাটিংয়ের ধকলের ছাপই যেন পড়েছে তাদের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২১৩ রানে অলআউট হয়েছে। অথচ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ৩৫৬ রান করেছিল রোহিত শর্মার দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগে। একাই নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার ওয়েল্লালেগের।
ভারতের প্রথম চার উইকেটই নিয়েছেন ওয়েল্লালেগে। এর মধ্যে গতকাল পাকিস্তান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেটও আছে। কোহলি ৩ ও রাহুল ৩৯ রান করেছেন। দুই ওপেনার এই বাঁহাতি স্পিনারের শিকার। বলতে গেলে, একাই ভারতের শক্তিশালী টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন ওয়েল্লালেগে। সব মিলিয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চরিথ আসালাঙ্কা। বাকি উইকেটটিও নেন আরেক স্পিনার মহীশ তিকশানা।
ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস ওপেনিং আর চতুর্থ উইকেট জুটি। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লিখেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি থেকে ৮০ রান। এই জুটি ভাঙে গিলের ১৯ রানের বিদায়ে। এরপর আউট হন কোহলি। এক রান পরেই কোহলিকে অনুসরণ করেছেন রোহিত। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন ভারত অধিনায়ক।
বিপর্যয়ের মাঝে চতুর্থ উইকেটে রাহুল ও ইশান কিষানের ৬৩ রানের জুটি। রাহুলের ৪৪ বলের ইনিংসে মাত্র দুটি চার। কিষান ৬১ বলে ৩৩ রান করেছেন। তাঁর ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা। এরপর শুধুই হতাশার গল্প। শেষ উইকেটে ২৭ রানের জুটি করে দলকে দুইশোর উপরে রান এনে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে অক্ষর করেন ২৬ রান। আর ৫ রানে অপরাজিত থাকেন সিরাজ।
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
১৩ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে