Ajker Patrika

টানা তিন দিন ব্যাটিংয়ের ধকল ভারতীয় ইনিংসে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১১
টানা তিন দিন ব্যাটিংয়ের ধকল ভারতীয় ইনিংসে

দুই ওপেনারের দারুণ শুরুটা টানতে পারেননি ভারতের অন্য ব্যাটাররা। টানা তিন দিন ব্যাটিংয়ের ধকলের ছাপই যেন পড়েছে তাদের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২১৩ রানে অলআউট হয়েছে। অথচ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ৩৫৬ রান করেছিল রোহিত শর্মার দল।

নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগে। একাই নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার ওয়েল্লালেগের।

ভারতের প্রথম চার উইকেটই নিয়েছেন ওয়েল্লালেগে। এর মধ্যে গতকাল পাকিস্তান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেটও আছে। কোহলি ৩ ও রাহুল ৩৯ রান করেছেন। দুই ওপেনার এই বাঁহাতি স্পিনারের শিকার। বলতে গেলে, একাই ভারতের শক্তিশালী টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন ওয়েল্লালেগে। সব মিলিয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চরিথ আসালাঙ্কা। বাকি উইকেটটিও নেন আরেক স্পিনার মহীশ তিকশানা।

ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস ওপেনিং আর চতুর্থ উইকেট জুটি। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লিখেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি থেকে ৮০ রান। এই জুটি ভাঙে গিলের ১৯ রানের বিদায়ে। এরপর আউট হন কোহলি। এক রান পরেই কোহলিকে অনুসরণ করেছেন রোহিত। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন ভারত অধিনায়ক।

বিপর্যয়ের মাঝে চতুর্থ উইকেটে রাহুল ও ইশান কিষানের ৬৩ রানের জুটি। রাহুলের ৪৪ বলের ইনিংসে মাত্র দুটি চার। কিষান ৬১ বলে ৩৩ রান করেছেন। তাঁর ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা। এরপর শুধুই হতাশার গল্প। শেষ উইকেটে ২৭ রানের জুটি করে দলকে দুইশোর উপরে রান এনে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে অক্ষর করেন ২৬ রান। আর ৫ রানে অপরাজিত থাকেন সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত