নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দেশের সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় চার দিন আগে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। কয়েক দিন আগে যাওয়ায় একটু ভালো প্রস্তুতিরও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুশীলন শেষে সুযোগ-সুবিধা আর সন্তোষজনক প্রস্তুতির কথা জানিয়েছেন শরীফুল ইসলামও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই পেসার বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্ক লোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’
পাকিস্তানের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে বেরিয়ে এল প্রশংসা, ‘আলহামদুলিল্লাহ, পিসিবি আমাদের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখানকার আবহাওয়া খুব উপভোগ করছি। কিছুটা গরম আছে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও গরম ছিল।’
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারে জয়ের সৌভাগ্য হলেও গত ২৩ বছরে কখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশ দলের। দল দুটি এ পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।
নিজেদের চেনা কন্ডিশনে এমনিতেই কিছুটা এগিয়ে পাকিস্তান। বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামালদের সঙ্গে তাদের রয়েছে সেটা ব্যাটিং লাইনআপ। বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন দলে।
শরীফুলে বললেন টেস্ট সিরিজে লড়াইটা হবে পাকিস্তানের ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিং আক্রমণ, ‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায় বের করতে হবে)।’
দারুণ ছন্দে থাকা অবস্থায় চোটে পড়ার পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামে হয়নি শরীফুলের। তারপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। এবার লাল বলে নিজেকে নিংড়ে দেওয়ার লক্ষ্যের কথা আগেই জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
দুই দেশের সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় চার দিন আগে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। কয়েক দিন আগে যাওয়ায় একটু ভালো প্রস্তুতিরও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুশীলন শেষে সুযোগ-সুবিধা আর সন্তোষজনক প্রস্তুতির কথা জানিয়েছেন শরীফুল ইসলামও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই পেসার বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্ক লোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’
পাকিস্তানের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে বেরিয়ে এল প্রশংসা, ‘আলহামদুলিল্লাহ, পিসিবি আমাদের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখানকার আবহাওয়া খুব উপভোগ করছি। কিছুটা গরম আছে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও গরম ছিল।’
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারে জয়ের সৌভাগ্য হলেও গত ২৩ বছরে কখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশ দলের। দল দুটি এ পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।
নিজেদের চেনা কন্ডিশনে এমনিতেই কিছুটা এগিয়ে পাকিস্তান। বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আমের জামালদের সঙ্গে তাদের রয়েছে সেটা ব্যাটিং লাইনআপ। বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ব্যাটাররা আছেন দলে।
শরীফুলে বললেন টেস্ট সিরিজে লড়াইটা হবে পাকিস্তানের ব্যাটিং বনাম বাংলাদেশের বোলিং আক্রমণ, ‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায় বের করতে হবে)।’
দারুণ ছন্দে থাকা অবস্থায় চোটে পড়ার পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামে হয়নি শরীফুলের। তারপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। এবার লাল বলে নিজেকে নিংড়ে দেওয়ার লক্ষ্যের কথা আগেই জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪২ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে