নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের। প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’
এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’
টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে