Ajker Patrika

টেস্ট সংস্কৃতিতেই ‘গন্ডগোল’ দেখছেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২২, ১২: ৫৩
টেস্ট সংস্কৃতিতেই ‘গন্ডগোল’ দেখছেন সাকিব 

বৃষ্টির কারণে হারটা খানিকটা বিলম্বিত হয়েছে, এই যা! সেন্ট লুসিয়া টেস্টে চার দিনে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেন সাকিবরা। সাদা পোশাকে আরেকটি লেজেগোবরে পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের।

এমন ছন্নছাড়া হারে প্রশ্নের মুখোমুখি যে হতে হবে, সেই প্রস্তুতিটা যেন নেওয়াই ছিল সাকিব আল হাসানের।  প্রশ্ন করে কখনো তাঁকে বিভ্রান্তিতে ফেলা যায়নি, এবারও গেল না। সেন্ট লুসিয়া টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নে উল্টো তোপ দেগেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

বাংলাদেশের খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী বা আগ্রহী কি না—এমন প্রশ্নের জবাবে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনি কবে দেখেছেন ২৫-৩০ হাজার দর্শক (স্টেডিয়ামে) টেস্ট ম্যাচ দেখেছে? ইংল্যান্ডের তো প্রত্যেকে ম্যাচ দেখে।’

এরপর দেশের টেস্ট ক্রিকেটের সমস্যা নিয়ে সাকিব বলেছেন, ‘ক্রিকেটারদের ওপরেই যে দোষটা শুধু দেবেন তা নয়, আমাদের দেশের ক্রিকেট সংস্কৃতিটাই এমন। টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা আমাদের দেশে আগেও কখনো ছিল না, এখনো নেই। নেই বলে যে হবেও না এমনটাও না, ওই জিনিসটা পরিবর্তন করা আমাদের বড় দায়িত্ব। সেটার জন্য একসঙ্গে পরিকল্পনা করে যদি আগানো যায়, আমার মনে হয় তাহলে সম্ভব হবে। তা না হলে আগানো সম্ভব হবে না।’

টেস্টে ভালো খেলতে হলে আগে ঘরের মাটিতে শক্তিশালী হতে বলেছেন সাকিব, ‘আপনাকে আগে ঘরে ভালো খেলা নিশ্চিত করতে হবে, তখন আপনি যখন দুইটা অ্যাওয়ে সিরিজ খেলে একটাতে খারাপ করবেন, সেটা আসলে চোখে ধরবে না। তো এই কারণে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ঘরের মাঠে ভালো খেলি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত