নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’
মিরপুর টেস্টে আজ আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও। মিরপুর টেস্ট জেতার আনন্দের মধ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করলেন বাংলাদেশ দলের সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে।
মিরপুর টেস্ট আফগানিস্তান খেলতে এসেছিল অনভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে। ঈদের পর সাদা বলের সিরিজে আফগানরা যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে আসবে, না বললেও চলছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আবার যথেষ্ট শক্তিশালী। আগামী পাঁচ মাসে বাংলাদেশ দলের বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আগামী পাঁচ মাসে।
আজ বিকেলে সাংবাদিকদের পাপন তাই বলছেন, ‘তবে কঠিন সময় আসছে। কঠিন সময় বলতে আফগানিস্তানের বিপক্ষে সামনে যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওদের সেরা বোলাররা খেলবে। আমাদের আশা ওখানেও এভাবে জিতি। এরপর এশিয়া কাপ (সেপ্টেম্বরে), তারপর নিউজিল্যান্ড (সেপ্টেম্বরে), এরপর বিশ্বকাপ (অক্টোবর-নভেম্বরে)। এখন সব কঠিন কঠিন খেলা।’
বাংলাদেশ হারলে আগে পাপনের মন খারাপ হতো। এখন অবশ্য তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি বলছেন, ‘এসব কঠিন খেলায় যদি ভালো খেলি, জয়-পরাজয় কোনো ব্যাপার না। আগে হারলে আমার মন খুব খারাপ হতো। এখন একটু পরিবর্তন হয়েছে। দেখি (দল) ভালো খেলছে কি না। হারতেই তো পারি। বড় কথা, হচ্ছে ভালো খেলা। এখন যে মানসিকতায় খেলছে, এটা ভালো লাগছে। তিন সংস্করণে যদি আমরা এটা ধরে রাখতে পারি, তবেই খুশি।’
এখন সবাই যে মানসিকতায় ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে তাতে বিসিবি সভাপতি খুশি। পাপন সংবাদমাধ্যমকে বলছেন, ‘ক্রিকেট বোর্ড সব সময়ই থাকবে। ক্রিকেট সারা জীবন থাকবে। অনেক খেলোয়াড় থাকবে, যারা অনেক দিন খেলবে। আমি তো স্থায়ী নই। সবাই মিলে চেষ্টা করছি, পরিকল্পনা করছি। পরিকল্পনা ভুলও হতে পারে, সঠিক হতে পারে।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে