Ajker Patrika

আবার কেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর ক্ষেপলেন জনসন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯: ২২
আবার কেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর ক্ষেপলেন জনসন

অতিথি বক্তা হিসেবে পার্থ টেস্টে দুটি বক্তৃতা দেওয়ার কথা ছিল মিচেল জনসনের। কিন্তু ডেভিড ওয়ার্নার ও অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলিকে নিয়ে বিতর্কিত এক কলাম লেখায় সাবেক পেসারের বক্তৃতার সেশন দুটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

মনঃক্ষুণ্ন হলেও সে সময় কিছু বলেননি জনসন। তবে এবার আর চুপ থাকেননি তিনি। সেটিও আবার এমন এক সময় যখন তাঁকে সিএ আমন্ত্রণ জানায়। ২০২৪ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসে আমন্ত্রণ পেয়ে অথচ তাঁর খুশি হওয়ার কথা ছিল। কিন্তু উল্টোটা করলেন তিনি। সামাজিক মাধ্যমে সিএকে নিয়ে ঠাট্টা করেছেন তিনি। 

সিএর আমন্ত্রণের স্ক্রিনশট দিয়ে জনসন পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া কি সিরিয়াস? গত সপ্তাহে আমার দুটি বক্তৃতা বাতিল করেছে। এ সপ্তাহে আবার উদ্‌যাপনে সঙ্গী হতে আমাকে দাওয়াত জানানো হয়েছে।’ পোস্টের ব্যাকগ্রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘রেজ অ্যাগেইনস্ট দ্য মেশিনের’ গান ‘টেক দ্য পাওয়ার ব্যাকের’ সঙ্গে তিনটা হাসির ইমোজি দিয়ে ঠাট্টা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। 

নিজের সামাজিকে মাধ্যমে এই স্ক্রিনশটটি দিয়েছেন জনসনপার্থ টেস্ট শুরুর আগে ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যমে ওয়ার্নারকে নায়কোচিত বিদায় দেওয়ার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করেছিলেন জনসন। সঙ্গে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার কেলেঙ্কারির প্রসঙ্গটা টেনে সাবেক সতীর্থকে খোঁজা মেরেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৩৭৩ উইকেট নেওয়ার মালিক। আর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক বেইলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 

জনসনের সমালোচনার জবাব অবশ্য পরে ব্যাটে দিয়েছেন ওয়ার্নার। ১৬৪ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে। সেঞ্চুরির পর মুখে আঙুল দিয়ে ৪২ বছর বয়সী সাবেক সতীর্থকে চুপ থাকার ইঙ্গিতও করেন বাঁহাতি ওপেনার। সেদিন অস্ট্রেলিয়া–পাকিস্তানের টেস্ট ম্যাচ রেডিওতে ধারাভাষ্য দিয়েছেন জনসন। ‘ট্রিপল এম’ নামে রেডিওর হয়ে বাকি টেস্টেও ধারাভাষ্য দেবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত